নিম্নচাপের কারনে ক’দিনের টানা বৃষ্টিতে মাথায় হাত বাগদার চাষিদের
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : নিম্নচাপের কারনে ক’দিনের টানা বৃষ্টিতে মাথায় হাত পড়েছে বাগদার চাষিদের। একটানা বৃষ্টিতে নিচু জমিতে জল জমে ধানেরও বেশ ক্ষতি হয়েছে।
অঙ্কুরিত হয়ে গেছে জমিতে কেটে রাখা ধান। কোন কোন জমির ধান জলের স্রোতে ভেষেও গেছে। বিশেষ করে সর্ষে চাষে ব্যাপক ভাবে ক্ষতির আশঙ্কা করছেন এলেকার চাষিরা। জলের মধ্যে গাছগুলো বাঁচার লড়াই করে করে রোদ উঠতেই নুইয়ে পড়ছে সর্ষে গাছগুলি।
আর এই অতি বৃষ্টিতে উচুঁ জমির ফুল আসা সর্ষে গাছের ফুল নষ্ট হওয়াতে ফলন মারাত্বক ভাবে ব্যাহত হবে বলে আশংকা করছে চাষিরা। বাগদা এলেকায় ব্যাপক হারে আলু, পেয়াজের চাষ না থাকলেও পেঁপে চাষেরও ক্ষতি হয়েছে বেশ।
কমবেশি ক্ষতি হয়েছে কপি, গাঁদা ফুল চাষেও। অনেক চাষির পেঁয়াজের বীজতলাও হয়ে গেছে নষ্ট। রবি শস্য চাষে এলেকার চাষীরা দু’টো পয়সার মুখ দেখেন অন্যান্য বছর। এবারে একের পর এক প্রাকৃতিক দুর্যোগে হতাশাগ্রস্থ হয়ে পড়েছে তারা।