নাটক “হিংসুটে দৈত্য”মঞ্চস্থ করলো ইমন মাইমের শিশু-কিশোর বিভাগ
নীরেশ ভৌমিক : গত ১১ডিসেম্বর ২০২৩ মছলন্দপুর এর মিলনী আয়োজিত লোক উৎসবে মছলন্দপুর ইমন মাইম সেন্টার মঞ্চস্থ করল ইমনের শিশু-কিশোর বিভাগের ৪০ জন ছোট্ট বন্ধুদের নিয়ে নির্মিত নতুন প্রযোজনা “হিংসুটে দৈত্য”।
অস্কার ওয়াইল্ড এর চির নতুন গল্পটির ভাস্কর বসুর বাংলা রচনা ও সুধীন দাশগুপ্তের সঙ্গীত পরিচালনায় অনবদ্য সৃষ্টি নিয়েই ইমনের এই প্রযোজনা। প্রযোজনার আবহ সম্পাদনা করেছেন জয়ন্ত সাহা, আলোর খেলায় দর্শকদের মন মাতিয়েছেন ধনপতি মন্ডল, মঞ্চ সামগ্রী ও সহযোগিতায় ছিলেন অনুপ মল্লিক, শ্রেয়া দাস ও শ্রায়ন্তনী দেবনাথ।
ছোট্ট বন্ধুদের আনন্দ ও মজা মাখা এই প্রযোজনার নির্দেশনা দিয়েছেন ইমনের বন্ধু সৃজা হাওলাদার এবং সামগ্রিক তক্তাবধান করেছেন ধীরাজ হাওলাদার। দর্শকরা সম্পূর্ণ প্রযোজনার উচ্ছ্বসিত প্রশংসা করেন এবং ছোট্ট বন্ধুদের শুভেচ্ছা জানান।