প্রশংসিত হলো ঠাকুরনগর বর্ণমালা’র অসাধারণ নাট্য প্রযোজনা ‘ছুটি’
নীরেশ ভৌমিক : মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে
পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি’র ত্রয়োবিংশ নাট্য মেলায় ঠাকুরনগর বর্ণমালা’র অসাধারণ নাট্য প্রযোজনা ‘ছুটি’ পরিবেশিত হলো। কলেজ স্ট্রিট ইউনির্ভাসিটি ইনস্টিটিউট অডিটোরিয়ামে নাট্যপ্রেমী জনতার উপস্থিতি বিরল।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্প অবলম্বনে ইন্দ্রনীল ঘোষ নতুন আঙ্গিকে নাট্যরূপ নির্মান করেছেন। গ্রামের দৃশ্যায়নে যথেষ্ট বুদ্ধিমত্তা লক্ষ্য করা যায়। অন্ধ ভিক্ষুকের দরাজ কন্ঠের সংগীত এবং অভিনয় চোখে জল এনে দেয়।
প্রত্যন্ত মফস্বলের বাচ্চাদের নিয়ে ইন্দ্রনীল ষোষ দক্ষতার দক্ষতার পরিচয় দিয়েছেন। বিশেষ করে ফোটিকের চরিত্রে জয়দীপ মন্ডলের অভিনয় অত্যন্ত পরিনত। বিষয় নাটক তৈরি করে না ; নাটক তৈরি করে মঞ্চ।
এর আগে বহুবার ছুটি গল্প নিয়ে নাটক তৈরি হয়েছে ; তবে নির্দেশক অতিরিক্ত চরিত্র নির্মান করে আরও নাটকীয় করে তুলেছেন।কোথাও অতিনাটকীয় মনে হয়নি ; যেন জীবন্ত একটি পরিবারের চালচিত্র ফুটে উঠেছে। আলো নাটকের প্রান সঞ্চারিত করে ; আলোক প্রক্ষাপনে সুদীপ্ত সরকার দক্ষতার পরিচয় দিয়েছেন।
আবহ সংগীতে জয়ন্ত সাহাও যোগ্য সঙ্গ দিয়েছেন। মামার চরিত্রে শ্যাম সুন্দর মন্ডল এবং বোনের চরিত্রে পূজা বিশ্বাসের অভিনয়ে দর্শক মুগ্ধ হয়েছে। পরিশেষে ভালো থিয়েটারে সমৃদ্ধ হলো ঠাকুরনগরের নাট্যাঙ্গন।