জেলার খবরবিনোদন

২ ও ৩ মার্চ হেলেঞ্চা নেতাজী শতবার্ষিকী কমিউনিটি হলে অনুষ্ঠিত হল হেলেঞ্চা সংশপ্তকের পঞ্চম বর্ষীয় নাট্যোৎসব ২০২৪

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : গত ২ ও ৩ মার্চ হেলেঞ্চা সংশপ্তক আয়োজিত পঞ্চম বর্ষ নাট্যোৎসব ২০২৪ অনুষ্ঠিত হ’ল, নেতাজী শতবার্ষিকী হল হেলেঞ্চাতে।

নাট্যোৎসব এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ড.অনুপকুমার বিশ্বাস, বিশিষ্ট সাহিত্যিক, নাট্য ব্যক্তিত্ব ও কবি বিভাস রায়চৌধুরী,বিশিষ্ট সাহিত্যিক নারায়ণ মন্ডল, সাহিত‍্যিক বাদল কৃষ্ণ সরকার, প্রখ্যাত গীতিকার শুকলাল বিশ্বাস,

বিডিও প্রসূণ কুমার প্রামাণিক, ওসি গণেশ বাইন, ডাঃ আশুতোষ সরকার, নাট্য অভিনেত্রী পারুল বিশ্বাস প্রমুখ। দুই দিনে মোট ৬টি নাটক পরিবেশিত হয় নারায়ণ বিশ্বাস স্মৃতি মঞ্চে। রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে নাটক “শাস্তি”


নাট্যরূপ – নারায়ণ বিশ্বাস, নির্দেশনা-সত্য মোদক এর নাটক দিয়ে নাট্য উৎসব শুরু হয়। হালিশহর অ আ ক খ এর “বিগ্রহ প্রতিষ্ঠা”, গাঁড়াপোতা শপ্তক এর ‘বাশিওয়ালা’।

চন্দন নগর রঙ্গপীঠ এর “স্বীকারোক্তি ” গোবরাপুর সংবিত্তি এর “অর্থই অর্থ ” হেলেঞ্চা সংশপ্তক এর “পরশ পাথর ” প্রশংসিত হয়। দর্শক আসনও ছিল পরিপূর্ণ।

নাটক গুলি সকল দর্শকের মন জয় করে নেয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, কবি সত্য মোদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *