ভোটের মুখে বাগদাতে উইকেট পতন বিজেপির
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : একরাশ ক্ষোভ, অভিমান নিয়ে এমএলএ বিশ্বজিত দাসের সাথে ভাব বিনিময় করতে এসে বাগদার চাঁনপাড়ায় নির্বাচনী প্রচারে আসা তৃনমুল কংগ্রেসের সাংসদ প্রার্থী বিশ্বজিত দাসের কাছে এসে তৃনমুল কংগ্রেস সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডে মুগ্ধ হয়ে
তৃনমুল কংগ্রেসের দলীয় পতাকা গ্রহনের মাধ্যমে স্ব-দলবলে তৃনমুল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির বাগদা মন্ডল ওয়ানের প্রাক্তন প্রেসিডেন্ট সুজয় বিশ্বাস ও তার সহযোগী বিজেপির বিশ্বজিৎ পাল, শান্তনু চক্রবর্তী, ৭১ নং পার্টের এক্স বিজেপি পঞ্চায়েত মেম্বার চম্পা দাস প্রমূখ।
যোগদান কালে সুজয় বাবু বলেন, দলে তিনি ও তার উর্ধ্বতন কতিপয় নেতাও কোন ঠাসা, তাই তিনি কয়েকজন সহযোগী সহ দল ত্যাগ করে বিশ্বজিত দাসের হাত ধরে তৃনমুল কংগ্রেসে যোগদান করলেন।
উক্ত যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তৃনমুল কংগ্রেসের বাগদা পূর্ব ব্লক প্রেসিডেন্ট ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য পরিতোষ কুমার সহা, পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মন্ডল, পঞ্চায়েত প্রধান সঞ্জীত সরদার, জেলা পরিষদের সদস্যা কাবেরী দত্ত, পঞ্চায়েত সমিতির সদস্যা প্রতিমা বিশ্বাস, শুক্লা মন্ডল, স্বপন মন্ডল প্রমূখ।