“আমরা কি মনঃসংযোগ দিয়ে থিয়েটার চর্চা করছি?”- শ্রীনগর হাবড়া নাট্য মিলন গোষ্ঠী
নীরেশ ভৌমিক : বিশ্ব নাট্য দিবসকে স্মরণীয় করতে শ্রীনগর হাবড়া নাট্য মিলন গোষ্ঠী আয়োজন করেছিল”আমরা কি মনঃসংযোগ দিয়ে থিয়েটার চর্চা করছি?” শীর্ষক আলোচনা চক্রের। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাট্যকার-নির্দেশক দিলীপ ঘোষ। দিলীপ বাবু বিশ্ব নাট্য দিবসের গুরুত্বের দীর্ঘ আলোচনা করে শুরু করেন শীর্ষক আলোচনা চক্রের। তাঁর ছাত্র ছাত্রীদের নিয়ে এই আলোচনায় সর্ব প্রথম শ্রাবণী সর্দার নিজের সংসার ঠিক রেখে নাটকের প্রতি মনঃসংযোগ রাখা সত্যি কঠিন কাজ। এগারো বছর ধরে চেষ্টা করে যাচ্ছি আর করে যাব। মাধুরী ঘোষ বলেন -মনঃসংযোগকে ধরে রাখতে হলে সবাইকে এক হয়ে সময়ের মূল্য দিয়ে এগিয়ে যেতে হবে।
বিউটি সর্দার বলেন -থিয়েটার চর্চাকে দিলীপকাকু এতটাই মনের মধ্যে গেঁথে দিয়েছে যে বাড়িতে চলতে ফিরতে অভিনয় করি, গান করি। সবাই খুব খুশি হয়, আমার ও খুব আনন্দ হয়।বাপী দাস বলেন -প্রথম দিকে মনোযোগ দিতে পারতাম না, কিন্তু এখন দেখি মনোযোগ না দিলে কিছু ই শিক্ষা নিতে পারবো না। অজয় সর্দার বলেন -মনযোগ দিতে পারতাম না বলে এর আগে দুইবার ছেড়ে চলে গেছি। এবার ভাবতে ভাবতে পারছি, দিলীপ কাকুর অবর্তমানে এই দলকে ধরে রাখতে হলে আমাদের আর ও মনোযোগ দিয়ে থিয়েটারকে শিখতে হবে। আকাশ বণিক বলেন -আমি নূতন এসে প্রথমে ভয় পেতাম, কিন্তু এখন একটুও ভয় লাগে না।মন দিয়ে শিখতে মন চায়। সবশেষে দিলীপ বাবু আপ্লুত হয়ে বলেন, এমন মনঃসংযোগ দিয়ে শেখার মানসিকতা থাকলে এই দল অল্প দিনে অনেক বড় স্তরে পৌঁছে যাবে।