জেলার খবরবিনোদন

একদিনের বিদ্যালয় ভিত্তিক নাট্য কর্মশালার আয়োজন করলো গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থা

নীরেশ ভৌমিক : গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থার আয়োজনে একদিনের বিদ্যালয় ভিত্তিক নাট্য কর্মশালাগত ১৯শে এপ্রিল ২০২৪, নতুন বছরের শুরুতে গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থার আয়োজনে সুপ্রসিদ্ধ হেরিটেজ তকমা প্রাপ্ত গোবরডাঙ্গা খাঁটুরা উচ্চ বিদ্যালয়ে একদিনের নাট্য কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দলের সদস্য, অভিনেতা এবং পরিচালক দীপাঙ্ক দেবনাথ ও সুজয় পাল। স্কুলের ৩৬ জন ছাত্র কে নিয়ে শুরু হয় প্রশিক্ষণ।

এই একদিনের কর্মশালায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্ররা অংশ নেয়। কর্মশালায় মূলত শারীরিক ব্যায়াম, অভিনয়, বাচিক এর উপর জোর দেওয়া হয়েছে। বর্তমানে যেহেতু পাঠক্রমে নাটক পড়ানো হয় সেহেতু কিভাবে এই নাটক মঞ্চস্থ করা হয় সেই বিষয়েও বোঝানো হয় শিক্ষার্থীদের। মনসংযোগ বৃদ্ধির উপায় চিন্তাশক্তির বিকাশ কিভাবে ঘটানো সম্ভব এইসব বিষয়ের উপর কাজ করানো হয় বলে জানান, দলের পরিচালক দীপাঙ্ক দেবনাথ। তিনি এও বলেন আমি অত্যন্ত গর্বিত আমি আমার বিদ্যালয়ে ছাত্রদের নিয়ে আমাদের দলের পক্ষ থেকে একটি কর্মশালা করতে পেরেছি।

বর্তমানে প্রবল দাবদহ, এই বিষয়কে কেন্দ্র করে তিনটি গ্রুপে আমার ছোট ছোট ভাইয়েরা তারা তাদের মতো করে বুদ্ধি দিয়ে স্ক্রিপ্ট , পরিচালনা এবং পরিবেশন সমস্তটাই সুন্দরভাবে করেছে। আমি আপ্লুত আমার শিক্ষকেরা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিক দেবাশীষ মুখোপাধ্যায় জানান, তারা ছাত্রদের সামাজিক এবং মানসিক উন্নয়নের জন্য পুনরায় নাট্য কর্মশালার ব্যবস্থা করবেন। সর্বোপরি তিনি এও বলেন আমার বিদ্যালয়ের দুই প্রাক্তন ছাত্র তারা আজ সমাজ তৈরীর কারিগর। এই নাট্য কর্মশালায় উপস্থিত ছিলেন শিক্ষক নিশিকান্ত বিশ্বাস যিনি বিদ্যালয়ের নাট্য চর্চার ভার গ্রহণ করেছেন তিনি বলেন আমার প্রাক্তন ছাত্ররা তরুণ প্রজন্মের এক নাট্যদল।

ছাত্রদের মানসিক, দৈহিক এবং শারীরিক গঠনে থিয়েটার অনবদ্য ভূমিকা নেয়। পূর্বে বিদ্যালয়ের নাট্য বিভাগের দায়িত্ব আমার ছাত্র দীপাঙ্ক সামলেছে তাদের কর্মপরিকল্পনা এবং উদ্দমকে আমরা স্বাগত জানাই। সংস্থার সম্পাদিকা তনুশ্রী দেবনাথ (দত্ত) জানান, আকাঙ্ক্ষার বর্ষ ব্যাপি জাতীয় নাট্য উৎসবের পর এবারে র পরিকল্পনা সমাজের পিছিয়ে পরা নিম্নবৃত্ত শ্রেণীর শিশুদের নিয়ে কাজ করা। সমস্ত পিছিয়ে পরা বিদ্যালয় এবং শিক্ষার আলো থেকে অনেকটা দূরে থাকা শিশুদের নিয়ে আমাদের এবারের পরিকল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *