চাঁদপাড়ায় স্বর বিতান এর কবি বন্দনা

নীরেশ ভৌমিক : বিগত বছর গুলির মত এবারও গত ২৫ শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদা সহকারে উদযাপন করে চাঁদপাড়ার অন্যতম সংগীত শিক্ষার প্রতিষ্ঠান স্বরবিতান এর শিক্ষক-শিক্ষার্থী’গণ।

এদিন অপরাহ্নে অনুষ্ঠান প্রাঙ্গণে কবিগুরুর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান, মঙ্গলদীপ প্রোজ্জ্বলন ও স্বরবিতান এর সঙ্গীত শিল্পী’গণের সমবেত কন্ঠে গাওয়া ‘আগুনের এই পরশ মনি ছোঁয়াও প্রাণে’ সংগীতের মধ্য দিয়ে স্বরবিতান আয়োজিত বিশ্ব কবির ১৬৪ তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সঙ্গীতানুরাগী ব্রজেন বিশ্বাস, সমীরণ সানা, শিক্ষক পিন্টু সমাদ্দার, সাংবাদিক তপন মন্ডল প্রমুখ। স্বরবিতান এর অধ্যক্ষ বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রদীপ সরকার উপস্থিত সকলকে স্বাগত জানান।কবির জীবন কর্ম ও আদর্শের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাংবাদিক নীরেশ চন্দ্র ভৌমিক ও প্রাক্তন শিক্ষক সুভাষ রায়।

শিক্ষকদ্বয় বক্তব্য ছাড়াও কবির লেখা কবিতা আবৃত্তিও পাঠ করে শোনান। প্রতিষ্ঠানের সদস্য’গণ কবির রচিত সংগীত, আবৃত্তি, নৃত্য পরিবেশণের মাধ্যমে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। নানা অনুষ্ঠানে ও রবীন্দ্র প্রেমী বহু সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে স্বরবিতান আয়োজিত এদিনের কবি প্রণামের অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রবীন্দ্র অনুরাগী সমীরণ সানা।অন্যদিকে এদিন চাঁদপাড়ার ঢাকুরিয়া বালিকা বিদ্যালয়, উদয়ন পল্লীর শিশু শিক্ষালয় অভিষেক বাণী নিকেতন এবং চাঁদপাড়ার একুশে উদযাপন কমিটিও মর্যাদা সহকারে কবিগুরুর ১৬৪ তম জন্মদিন পালন করে।








