সাড়ম্বরে উদযাপিত হল নাবিক নাট্যমের ৪৮ তম প্রতিষ্ঠা দিবস
নীরেশ ভৌমিক : ১৯৭৭ সাল থেকে ধারাবাহিকভাবে নাট্যচর্চা ও প্রসারের কাজ করে চলেছে নাটকের শহর গোবরডাঙ্গার অন্যতম প্রাচীন নাট্যদল নাবিক নাট্যম। গত ১ মে বিগত বছরগুলির মতো এবারও নাবিক নাট্যম এর সদস্যরা মহাসমারোহে সংস্থার প্রতিষ্ঠা দিবস পালন করেন।
গোবরডাঙ্গার অন্নপূর্ণা প্যালেসে প্রদীপ প্রোজ্জ্বলন করে ও কেক কেটে সংস্থার ৪৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত নানা অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন প্রবীণ নাট্য ব্যক্তিত্ব শ্যামল দত্ত, প্রদীপ রায় চৌধুরী,
অধ্যাপক উমেশ চন্দ্র অধিকারী, বিশিষ্ট লেখক পাঁচুগোপাল হাজরা, নাট্যকার কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, প্রাক্তন পৌর প্রধান সুভাষ দত্ত, কাউন্সিলর বাসুদেব কুণ্ডু প্রমূখ। নাবিক নাট্যমের প্রতিষ্ঠাতা সোমনাথ রাহা উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে আয়োজিত অনুষ্ঠানের সাফল্য কামনা করেন।
উপস্থিত বিশিষ্টজনেরা সকলে নাট্যচর্চা ও প্রসারে নাবিক নাট্যমের দীর্ঘ পথ চলাকে সাধুবাদ জানান। সংস্থা তরুণ সদস্য সৌরজ্যোতি অধিকারীর গাওয়া সংগীতের মধ্য দিয়ে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়।
গোবরডাঙ্গার ও বহিরাগত বিভিন্ন নাট্যদল ও শিল্পীদের নানা অনুষ্ঠান জন্মদিনের অনুষ্ঠানটিকে আকর্ষণীয় করে তোলে। চাঁদপাড়া এক্টর পরিচালক সুভাষ চক্রবর্তীর ম্যাজিক শো, নৃত্যপ্লানা ডান্স গ্রুপের নৃত্যানুষ্ঠান, খাঁটুরা চিত্তপট এর শ্রুতি নাটক, শিল্পায়নের কর্ণধার
আশিস চ্যাটার্জীর কবিতা পাঠ ও শুভেচ্ছা বার্তা, মৃদঙ্গম নাট্য দলের নৃত্য ও আবৃত্তি, স্বপ্নচর নাট্য সংস্থা নাটকের গান প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানকে সমৃদ্ধ করে তোলে। সংস্থার সভাপতি শ্রাবণী সাহা আগত সকলকে শুভেচ্ছা জানান।
সংস্থার সদস্যা শর্মিষ্ঠা সাধুখাঁর কবিতা আবৃত্তি, দেবস্মিতা চক্রবর্তী ও রাখি বিশ্বাসের নৃত্যানুষ্ঠান ও পাপিয়া কাহারের কবিতা আবৃত্তি সমবেত দর্শক ও শ্রোতৃ মন্ডলীর প্রশংসা লাভ করে। সবকিছু মিলিয়ে নাবিক নাট্যমের ৪৮ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান সার্থকতা লাভ করে।