ঠাকুরনগর বর্ণমালার বিশ্ব যোগ দিবস উদযাপন
নীরেশ ভৌমিক : ঠাকুরনগরের অন্যতম সাংস্কৃতিক সংস্থা বর্ণমালার উদ্যোগে গত ২১ জুন মর্যাদা সহকারে পালিত হয় ১০ম বার্ষিক আন্তর্জাতিক যোগ দিবস। নিয়মিত যোগ চর্চার মাধ্যমে শরীর ও মন সুস্থ রাখা যায়।
তাই প্রতিদিন ৩০-৪০ মিনিট কাল যোগাসন করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন গোবরডাঙ্গার বিশিষ্ট যোগ প্রশিক্ষক গণেশ পাল ও বর্ণমালার প্রাণপুরুষ শিক্ষক ইন্দ্রনীল ঘোষ এবং পূজা বিশ্বাস।
যোগ প্রশিক্ষক গণেশ বাবুকে এদিন বর্ণমালা সংস্থার পক্ষ থেকে স্মারক সম্মানে ভূষিত করা হয়। উপস্থিত সংস্থার সদস্য’গণকে এদিন জোকস শিক্ষা দেন বিশিষ্ট যোগ প্রশিক্ষক গণেশ পাল।
উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক’গণও। যোগ দিবস উপলক্ষে আয়োজিত সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বর্ণমালার সদস্যা সবিতা বিশ্বাস।