উৎসবজেলার খবরবিনোদন

ঠাকুরনগর থিয়েট্রিক্সের স্কুল ভিত্তিক নাট্যকর্মশালায় আমডাঙ্গা ব্লকের সাধনপুর উলুডাঙ্গা স্কুল

সংবাদদাতা : আমডাঙ্গা ব্লকের সাধনপুর উলুডাঙ্গা তুলসীরাম হাই স্কুলে ১০ দিনের এক নাট্য ও মূকাভিনয় এর কর্মশালার আয়োজন করে ঠাকুরনগরের অন্যতম সাংস্কৃতিক সংগঠন থিয়েট্রিক্স।

গত ৩ জুলাই বিদ্যালয়ের হলঘরে প্রদীপ প্রজ্জলন করে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন বিদ্যালয়ের সংস্কৃতিপ্রেমী প্রধান শিক্ষক সমীর জানা, ছিলেন রাজ্যের আদিবাসী কল্যাণ দফতরের আধিকারিক ডঃ অরূপ মজুমদার, শিক্ষক অমিতাভ চক্রবর্তী,

সম্রাট মৈত্র, ছিলেন, প্রবীণ শিক্ষক ও সাংবাদিক নীরেশ চন্দ্র ভৌমিক।থিয়েট্রিক্সের কর্ণধার বিশিষ্ট মূকাভিনেতা জগদীশ ঘরামী উপস্থিত সকলকে স্বাগত জানান। সংস্থার সদস্য’গণ সকল বিশিষ্টজনদের উত্তরীয় ও বৃক্ষের চারা প্রদানে বরণ করে নেন।

প্রধান শিক্ষক শ্রী জানা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ লেখাপড়ার সাথে সাথে সুস্থ-সংস্কৃতির চর্চায় মনোনিবেশ করার ব্যাপারে সমবেত শিক্ষার্থীদের আহ্বান জানান।

এদিন বিশিষ্ট মূকাভিনেতা জগদীশ বাবু ছাড়াও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত নাট্যাভিনেতা তন্ময় সরকার, স্নেহাশ্রী বক্সি ও কমল দে।

ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অর্থানুকুল্যে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত বিদ্যালয়ের পড়ুয়া প্রশিক্ষনার্থী’গণের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ে। কর্মশালার শেষ দিনে শংসাপত্র হাতে পেয়ে অতিশয় খুশি প্রশিক্ষনার্থী ছাত্র-ছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *