রাজবল্লভপুর উচ্চ বিদ্যালয়ে মছলন্দপুরের মনীষা ও ইমন মাইম সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত হল এক রক্তদান শিবির
নীরেশ ভৌমিক : ২৮জুলাই রবিবার মছলন্দপুরের মনীষা ও ইমন মাইম সেন্টারের যৌথ আয়োজনে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল রাজবল্লভপুর উচ্চ বিদ্যালয়ে। সহযোগিতায় ছিল বিশ্বাসহাটি নেতাজী শান্তি কমিটি। শিবিরে মোট ৫৫জন রক্তদাতা রক্তদান করেন।
বনগাঁ জীবন রতন ধর মহকুমা হাসপাতালের ব্ল্যাডব্যাঙ্কের কর্মীরা এই শিবির থেকে রক্ত সংগ্রহ করেন। মছলন্দপুর ইমন মাইম সেন্টারের সম্পাদক জয়ন্ত সাহা-র রক্তদানের মাধ্যমে এদিনের রক্তদান শিবির আরম্ভ হয়।
এরপর রক্তদান করেন আবেরী হালদার, অনুপ মল্লিক সহ ইমনের অনেক বন্ধুরা এবং মনীষা-র নিউটন মল্লিক সহ আরো অনেকে। শিবিরে স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষের উৎসাহ ও যোগদান ছিল চোখে পড়ার মত। এদিনের শিবির সম্পর্কে বলতে গিয়ে মনীষার সভাপতি দেবব্রত বিশ্বাস বলেন, “শুধুই সংস্কৃতি চর্চা নয়,
বিভিন্ন সামাজিক দায়-দায়িত্ব বোধে উদ্বুদ্ধ হয়েই এই দুই সংগঠনের এই রক্তদান শিবির কর্মসূচীর আয়োজন।” ইমন মাইম সেন্টারের কর্ণধার ধীরাজ হাওলাদার বলেন,”সদ্য সমাপ্ত নির্বাচন কালে কোথাও সেভাবে কোন রক্তদান শিবির অনুষ্ঠিত না হওয়ার ফলে রাজ্য জুড়ে সকল ব্লাড-ব্যাঙ্কে রক্তের স্বল্পতা একটু হলেও দূরীকরণের প্রচেষ্টায় মনীষা ও ইমন মাইম সেন্টারের এই উদ্যোগ।”