বৃক্ষরোপণ সপ্তাহে বৃক্ষ চারা রোপন কর্মসূচী নহাটা এফপি স্কুলে
নীরেশ ভৌমিক : বিদ্যালয় অঙ্গন সহ পার্শ্ববর্তী এলাকার পরিবেশ স্বচ্ছ ও নির্মল করে তুলতে এক মহতী উদ্যোগ গ্রহণ করেছিল বনগাঁর গোপালনগর থানার নহাটা এফ পি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী’গণ। গত ১৬ ই জুলাই পরিবেশ সচেতনতার উপর বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় সহ এলাকার সামাজিক ও প্রাকৃতিক পরিবেশ কিভাবে সুস্থ রাখা যায় সেসব বিষয়ের উপর এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন বনগাঁর সমষ্টি উন্নয়ন আধিকারিক ও জেলা বন দফতরের সহযোগিতায় বিদ্যালয়ের চার শতাধিক ছাত্র-ছাত্রীর হাতে বিভিন্ন প্রকারের ফল ও ফুলের গাছ এবং সেই সঙ্গে শাল, সেগুন সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ সেনগুপ্ত জানান, বিশ্ব উষ্ণায়ন রোধে এবং প্রাকৃতিক পরিবেশকে স্বচ্ছ ও নির্মাণ করে তোলার লক্ষ্যে তাদের এই উদ্যোগ। সুকুমার মতি পড়ুয়াদেরকে শুধু বৃক্ষরোপণ নয়, বৃক্ষচারাগুলোকে যত্ন সহকারে পরিচর্যা করে বড় করে তোলারও আহ্বান জানান।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী’গণ আয়োজিত এদিনের পরিবেশ সচেতনতামূলক প্রদর্শনী ছাড়াও পড়ুয়া’গণ পরিবেশিত শিক্ষামূলক নাটিকা বিদ্যালয়ের উপস্থিত সকল শিক্ষার্থী’গণ সহ অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দের উচ্চসিত প্রশংসা লাভ করে।এদিনের অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় চৌবেড়িয়া ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সৌমেন সুতার ও বিশিষ্ট সমাজসেবি অনিল রায় প্রমূখ। প্রধান শিক্ষক শ্রী সেনগুপ্ত আরোও জানান, বিদ্যালয়ের ১৬ জন শিক্ষক-শিক্ষিকা পড়ুয়াদের পঠন-পাঠন সহ এলাকার সামাজিক ও প্রাকৃতিক পরিবেশকে আরোও সমৃদ্ধ করে তুলতে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন।