উৎসবজেলার খবরবিনোদন

বারাসাতে সাড়ম্বরে নাট্য ব্যক্তিত্ব বাদল সরকারের জন্ম শতবর্ষ উদযাপন

নীরেশ ভৌমিক: স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব বাদল সরকার এর জন্ম শতবর্ষ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক ও নাট্য সন্ধ্যার আয়োজন করে বাদল সরকার নাট্য চর্চা কেন্দ্র। বারাসতের সুভাষ ইনস্টিটিউট হলে কাঁচরাপাড়া পথসেনার শিল্পীদের গাওয়া সংগীতের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত ভাষণ দেন সংস্থার অন্যতম সদস্য দুলাল বর। পথসেনা কাঁচরাপাড়ার সঙ্গীত শিল্পীদের কন্ঠে সমবেত সঙ্গীতানুষ্ঠানের পর শুরু হয় নাট্যানুষ্ঠান। প্রথম নাটক ‘মোহনার কথা’ পরিবেশন করে লক্ষীকান্তপুর এর অন্যকন্ঠ। অন্যতম উদ্যোক্তা বাদল সরকার নাট্যচর্চা কেন্দ্র মঞ্চস্থ করে সকলের ভালো লাগার নাটক ‘রূপকথার কেলেঙ্কারি’।

এদিনের শেষ নাটক ছিল স্বতন্ত্র উদ্যোগ নাট্য সংস্থার দর্শক প্রশংসিত নাটক ‘বর্ডার থ্রী’। অনুষ্ঠানে নিউব্যারাকপুর পথের দাবি গণসংস্কৃতিক সংস্থার সংগীতশিল্পী’গণ পরিবেশিত সমবেত সংগীতের অনুষ্ঠান উপস্থিত সকলের প্রশংসা লাভ করে। অনুষ্ঠান অঙ্গনে সম্প্রীতি মনন পত্রিকা ও সত্যেন মৈত্র জনশিক্ষা সমিতি এবং মীরা প্রকাশনের বুকস্টলে গ্রন্থ ও সাহিত্য, সংস্কৃতিপ্রেমী মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ে। বাদল সরকারের স্মৃতিতে আয়োজিত এদিনের নাট্যোৎসবে পরিবেশিত নাটকগুলি হলভর্তি দর্শক সাধারন বেশ উপভোগ করেন।

অন্যতম সংগঠক ও দীপক মিত্র জানান, বাদল সরকারের জন্মশতবর্ষ উপলক্ষে আগামী এক বৎসর যাবৎ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন শহর ও গ্রামে নাট্যচর্চা কেন্দ্রের সদস্য নাট্যদল গুলি নাটক পরিবেশন করবে। স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব বাদল সরকার এর জন্ম শতবর্ষ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক ও নাট্য সন্ধ্যার আয়োজন করে বাদল সরকার নাট্য চর্চা কেন্দ্র। বারাসতের সুভাষ ইনস্টিটিউট হলে কাঁচরাপাড়া পথসেনার শিল্পীদের গাওয়া সংগীতের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত ভাষণ দেন সংস্থার অন্যতম সদস্য দুলাল বর।

পথসেনা কাঁচরাপাড়ার সঙ্গীত শিল্পীদের কন্ঠে সমবেত সঙ্গীতানুষ্ঠানের পর শুরু হয় নাট্যানুষ্ঠান। প্রথম নাটক ‘মোহনার কথা’ পরিবেশন করে লক্ষীকান্তপুর এর অন্যকন্ঠ। অন্যতম উদ্যোক্তা বাদল সরকার নাট্যচর্চা কেন্দ্র মঞ্চস্থ করে সকলের ভালো লাগার নাটক ‘রূপকথার কেলেঙ্কারি’। এদিনের শেষ নাটক ছিল স্বতন্ত্র উদ্যোগ নাট্য সংস্থার দর্শক প্রশংসিত নাটক ‘বর্ডার থ্রী’। অনুষ্ঠানে নিউব্যারাকপুর পথের দাবি গণসংস্কৃতিক সংস্থার সংগীতশিল্পী’গণ পরিবেশিত সমবেত সংগীতের অনুষ্ঠান উপস্থিত সকলের প্রশংসা লাভ করে।

অনুষ্ঠান অঙ্গনে সম্প্রীতি মনন পত্রিকা ও সত্যেন মৈত্র জনশিক্ষা সমিতি এবং মীরা প্রকাশনের বুকস্টলে গ্রন্থ ও সাহিত্য, সংস্কৃতিপ্রেমী মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ে। বাদল সরকারের স্মৃতিতে আয়োজিত এদিনের নাট্যোৎসবে পরিবেশিত নাটকগুলি হলভর্তি দর্শক সাধারন বেশ উপভোগ করেন। অন্যতম সংগঠক ও দীপক মিত্র জানান, বাদল সরকারের জন্মশতবর্ষ উপলক্ষে আগামী এক বৎসর যাবৎ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন শহর ও গ্রামে নাট্যচর্চা কেন্দ্রের সদস্য নাট্যদল গুলি নাটক পরিবেশন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *