সুন্দরবন এলাকার সম্পূর্ণ রূপে পিছিয়ে থাকা ছোট ছোট শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে এগিয়ে এল এক এনজিও
নীরেশ ভৌমিক : পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা পুরস্কৃত CSCT Welfare Association NGO-র উদ্যোগে ছোট ছোট শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে পারা সংশ্লিষ্ট সংস্থার জন্য প্রকৃত পক্ষে সফলতার এক অনাবিল আনন্দ বটে।
যে আনন্দের কোনো ভাগ হয় না। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার পাথরপ্রতিমাতে ( সুন্দরবন) সম্পূর্ণরূপে পিছিয়ে থাকা বঙ্গোপসাগর সংলগ্ন একটি গ্রাম – পশ্চিম দ্বারকাপুর, পাথরপ্রতিমা। আদিবাসী অধ্যুষিত এই গ্রামে পরম্পরা জীবিকা সমুদ্রে মাছ বা কাঁকড়া ধরা।
সেখানকার ছোট ছোট ছেলেমেয়েদের CSCT Welfare Association NGO-র উদ্যেগে শিক্ষার আঙিনায় আনার প্রচেষ্টা শুরু হয়েছিল তিন(৩) মাস আগে। সম্পূর্ণ রূপে নিজেদের প্রচেষ্টায় ছোট উদ্যোগের মধ্য দিয়ে ছোট ছোট ছেলেমেয়েদের শিক্ষার আলোয় আনতে পেরে উক্ত এনজিও আজ গর্বিত।
এই শিক্ষার্থীদের জন্য প্রতিদিন সামান্য টিফিনের বন্দোবস্ত সহ একজন দিদিমণিকে নিযুক্ত করে তাদেরকে আজ হাটি হাটি পা পা করে হাতে খড়ির মাধ্যমে নতুন শিক্ষার আলোয় তাদের জীবনকে সুপথে চালিত করবার যে শুভ সূচনা করেছেন সে জন্য সকল এক্সিকিউটিভ সদস্য এবং সম্মানীয় সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সংস্থাটি।
সেই সঙ্গে সমাজের সকল শুভাকাঙ্ক্ষী মানুষদের কাছে তাদের সাধ্য মত সামান্য সহযোগিতা সহ সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ওদেরকে শিক্ষার আলোয় আলোকিত করার সুযোগ প্রদান করতে একান্ত আবেদন জানিয়েছেন এনজিওটি।