শুরু হল মৃদঙ্গম এর বিদ্যালয় ভিত্তিক নাট্যকর্মশালা
নীরেশ ভৌমিক : গোবরডাঙ্গা মৃদঙ্গম এর বিদ্যালয় ভিত্তিক নাট্যকর্মশালা প্রতিবছরের মতো এবছরও শুরু হল। তাঁরা বিদ্যালয় ভিত্তিক নাট্যকর্মশালার আয়োজন করেছিল গত ১৮ জুলাই থেকে ২৪ জুলাই ২০২৪। হাবড়া কামিনী কুমার বালিকা উচ্চ বিদ্যালয়ে এটি ছিল গোবরডাঙা মৃদঙ্গম –এর ২ নং বিদ্যালয় ভিত্তিক নাট্য কর্মশালা ।
ছয় দিনের এই নাট্য কর্মশালায় বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণির ২৮ জন মেয়েরা অংশগ্রহণ করেছিল । এই নাট্যকর্মশালায় বিভিন্ন ধরনের খেলার মধ্যে দিয়ে শিশুদের মনোবিকাশের ও উদ্ভাবনী শক্তির উপরে বেশি জোর দেয়া হয়েছিল ।
কর্মশালার শেষ দিন অর্থাৎ ২৪ জুলাই 202৪ মেয়েদের দ্বারা নির্মিত “নব বাতাস” নাটকটি স্কুলের ছাত্র ছাত্রি, শিক্ষক শিক্ষিকা ও কিছু অভিভাবকদের সামনে উপস্থাপিত করা হয়। অভিভাবকরা নিজের সন্তানকে নতুন ভাবে আবিষ্কার করে।
এই কর্মশালার শিবির পরিচালক ছিলেন সংস্থার কর্ণধার ও নাট্য পরিচালক বরুণ কর । প্রশিক্ষক হিসেবে এই কর্মশালায় শিক্ষা প্রদান করেছে সংস্থার বিভিন্ন সদস্য ও সদস্যরা যেমন- মনি মোহন মণ্ডল, প্রিয়াঙ্কা কুন্ডু, গোপাল বিশ্বাস, সৌমিতা দত্ত বনিক, বর্নালী সেন এবং আরো অন্যান্য সদস্যরা।
শেষ দিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবরডাঙা পরম্পরা গানের স্কুলের পরিচালক শ্রী রাজু সরকার মহাশয়। বিদ্যালয়ের শিক্ষিকারা সমস্ত অংশগ্রহণকারী ছাত্রীদের হাতে কর্মশালার শংসাপত্র তুলে দেন এবং ঘোষণা করেন আগামী দিনে এই ধরনের নাট্যকর্মশালা আয়োজন আরও করবেন ।
বিশেষ করে যারা বিদ্যালয়ে আসতে আগ্রহী নয় সেই সমস্ত বাচ্চাদেরকে এই ধরনের কর্মশালার মধ্যে দিয়ে বিদ্যালয়ের মুখী করবার প্রচেষ্টা করবেন। সর্বশেষে সংস্থার কর্ণধার সবাইকে ধন্যবাদ জানান এবং আগামী দিনে আরো বেশি করে এই ধরনের বিদ্যালয় ভিত্তিক কর্মশালা করাতে পারেন সেই আশা রাখেন।