চাঁদপাড়ায় আলাপের উৎসবে শহীদ ক্ষুদিরাম স্মরণ
নীরেশ ভৌমিক : চাঁদপাড়ার ঐতিহ্যবাহী আলাপ আবৃত্তি চর্চা কেন্দ্রের বাৎসরিক মিলন উৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত হলো গত ১১ আগষ্ট চাঁদপাড়া বালিকা বিদ্যালয়ের আনন্দধারা মঞ্চে। বিদ্যালয় পরিচালক সমিতির সভাপতি দ্বিজেন্দ্রনাথ চৌধুরী কর্তৃক মঙ্গলদীপ প্রোজ্জ্বলন এর মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয়।
দিনটি দেশের স্বাধীনতার অমর শহীদ বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মোৎস্বর্গের দিন হওয়ায় উদ্যোক্তারা বিপ্লবী ক্ষুদিরাম বসু স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেন। শহীদ স্মরণে এক মিনিট নীরবতা পালন ও অমর সংগীত ‘একবার বিদায় দে মা ঘুরে আসি’
সংগীতের মধ্য দিয়ে ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জানান অবসরপ্রাপ্ত শিক্ষক শ্যামল বিশ্বাস। সংস্থার কর্ণধার বিশিষ্ট বাচিক শিল্পী জ্যোতি দেবীর কন্ঠে সহিত ক্ষুদিরামকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি উপস্থিত সকলের হৃদয়কে স্পর্শ করে।
বিদ্যালয় অঙ্গনে প্রতিষ্ঠিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মা সারদার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন যথাক্রমে চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক দাস ও সঞ্জিত মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন সাংস্কৃতি প্রেমী দিলীপ দাস, শোভা সাঁতরা, শিক্ষাব্রতী দীপঙ্কর দাস প্রমূখ।
আবৃতি চর্চা কেন্দ্রের শিক্ষিকা জ্যোতি সাতরা ও অন্যতম সংগঠক পলাশ সাঁতরা সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।আবৃত্তি প্রশিক্ষনার্থীদের সমবেত কন্ঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের কবিতা আবৃত্তির মধ্য দিয়ে ‘কবিতায় আলাপ’ শীর্ষক অনুষ্ঠানের সূচনা হয়।
কচি-কাঁচাদের কন্ঠে তালগাছ ও লিচু চোর কবিতা আবৃত্তি উপস্থিত দর্শক ও শ্রোতৃ মন্ডলীকে মুগ্ধ করে। শুধু কবিতা নয় আলাপের সদস্য সদস্যা’গনের পরিবেশনায় মনোজ্ঞ সংগীত ও নৃত্যের অনুষ্ঠান আলাপ আবৃত্তি চর্চা কেন্দ্র আয়োজিত বাৎসরিক মিলনোৎসব-২০২৪ কে আকর্ষণীয় করে তোলে।