শহীদ ক্ষুদিরাম বসুর আত্মৎসর্গ দিবস পালন করল মনীষা ও মছলন্দপুর ইমন মাইম সেন্টার
নীরেশ ভৌমিক : ১১আগষ্ট বীর বিপ্লবী অগ্নিশিশু ক্ষুদিরাম বসুর শহীদ দিবস পালন করল মনীষা ও মছলন্দপুর ইমন মাইম সেন্টার। এদিন সকাল নটায় মনীষা ও ইমনের বন্ধুরা জড়ো হন মছলন্দপুর রেল টিকিট কাউন্টারের পাশে। মনীষা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি দেবব্রত বিশ্বাস ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে স্মরণ অনুষ্ঠান শুরু করেন।
এরপর একে একে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মহিলা সাংস্কৃতিক সংগঠনের শিবানী হালদার, ইমন মাইম সেন্টারের কর্ণধার ধীরাজ হাওলাদার, অনুপ মল্লিক সহ সমস্ত উপস্থিত সদস্যরা। সঙ্গে সঙ্গে পথ চলতি মানুষদের ব্যাচ পরিয়ে এই দিনটি পালনের আহ্বান জানান। এরপর ইমনের ছোট্ট বন্ধুরা পদাতিক মঞ্চেও দিনটি পালন করে।
নিয়মিত মূকাভিনয় ও নাট্য কর্মশালায় অংশগ্রহণকারী ছোট্ট বন্ধুদের সঙ্গে উপস্থিত ছিলেন ইমনের সম্পাদক জয়ন্ত সাহা, সৃজা হাওলাদার সহ ইমনের অনেক বন্ধুরা। এদিনের আয়োজন বিষয়ে ইমনের কর্ণধার ধীরাজ হাওলাদার বলেন, “আমরা মনে করি বড় মানুষের জীবন চর্চা না করলে ছোটদের মানুষ হয়ে ওঠার প্রক্রিয়া নষ্ট হয়ে যায়।”ক্ষুদিরাম বসুর শহীদ দিবস পালন করল মনীষা ও মছলন্দপুর ইমন মাইম সেন্টার