সৌহার্দ্য ও সম্প্রীতির রাখিবন্ধন উৎসব পালন করল মছলন্দপুর ইমন মাইম সেন্টার
নীরেশ ভৌমিক : সৌহার্দ্য ও সম্প্রীতির রাখিবন্ধন উৎসব পালন করল মছলন্দপুর ইমন মাইম সেন্টারের বন্ধুরা। ১৯আগষ্ট শুভ রাখিপূর্ণিমার দিন মছলন্দপুরের পদাতিক মঞ্চে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান।
এদিন সকাল থেকে ইমনের নিয়মিত নাট্য ও মূকাভিনয় কর্মশালার ছোট্ট বন্ধুরা সকলে পদাতিক মঞ্চে উপস্থিত হয়ে একে অপরের হাতে রাখি বেঁধে অনুষ্ঠানের সূচনা করে।
ছোটরা নাচ, গান, আবৃত্তিও পরিবেশন করে। এরপর ইমনের অন্যান্য বন্ধুরা নিজেদের সকলের সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষদের হাতে সম্প্রীতির রাখিবন্ধন করেন এবং সর্বশেষে মিষ্টিমুখ-এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এদিনের আয়োজনে উপস্থিত ছিলেন ইমনের কর্ণধার ধীরাজ হাওলাদার, অনুপ মল্লিক, সৃজা হাওলাদার, ইন্দ্রজিৎ দত্ত বণিক, জয়ন্ত সাহা সহ ইমনের সকল বন্ধুরা।