গাইঘাটায় যুব কল্যাণ দফতরের রাখী বন্ধন
নীরেশ ভৌমিক : রাজ্য সরকারের নির্দেশে গত ১৯ আগস্ট সমস্ত ব্লকে পালিত হয় রাখী বন্ধন উৎসব। এদিন মধ্যাহ্নে গাইঘাটা ব্লক যুব কল্যাণ বিভাগের উদ্যোগে এবং গাইঘাটা পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের সহযোগিতায় ব্লক কার্যালয়ের সম্মুখে শান্তি সংঘ অঙ্গনে পালিত হয় রাখী বন্ধন উৎসব।
শুরুতেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ও বিদ্রোহী কবি নজরুলের প্রতিকৃতিতে ফুল-মাল অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এদিনের নিম্নচাপের অঝোর ধারাকে উপেক্ষা করে ও অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লকের বিডিও নীলাদ্রি সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি
ইলা বাগচি, কর্মাধ্যক্ষ নিরুপম রায়, অঞ্জনা বৈদ্য, বাপি দাস, জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস প্রমূখ।ব্লক যুব আধিকারিক শিল্পা বিশ্বাস ও পঞ্চায়েত সমিতির শিক্ষা-সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া আধিকারিক মধুসূদন সিংহ আগত সকলকে স্বাগত জানান।
বিশিষ্ট ব্যক্তি’গণ দিনটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। উদ্যোক্তারা সমবেত পথ চলতি মানুষজনের হাতে রাখী পরিয়ে এবং লাড্ডু তুলে দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। সংস্কৃতি দিবস উপলক্ষে আয়োজিত এদিনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র
কবিতা আবৃত্তি করে শোনান কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ ও অঞ্জনা বৈদ্য, দেশাত্মবোধক সংগীত ‘ও আমার দেশের মাটি’ গানটি গেয়ে শোনান বিশিষ্ট সংগীত শিল্পী সাধনা রায়। প্রবল বর্ষণ সত্ত্বেও ব্লক যুব দফতর আয়োজিত এদিনের রাখী বন্ধন ও সংস্কৃতি উৎসব সার্থকতা লাভ করে।