হস্তশিল্প নিয়ে তিনদিনের বিশেষ কর্মশালা হল হ্যান্ডিক্রাফ্ট সার্ভিস সেন্টারের সহযোগিতায়
নীরেশ ভৌমিক : কেন্দ্রীয় সরকারের টেক্সটাইলস মন্ত্রণালয়ের অধীনে হ্যান্ডিক্রাফট সার্ভিস সেন্টারের সহযোগিতায় আমডাঙ্গা ব্লকের সাধনপুর উলুডাঙ্গা তুলসীরাম হাইস্কুলে ২৫শে থেকে ২৭শে সেপ্টেম্বর পর্যন্ত হস্তশিল্প নিয়ে বিশেষ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হল।
তিনদিনের কর্মশালায় পাটের কাজ, সফ্ট টয়েজ, তারের সামগ্রী ও শিতলপাটি তৈরি শেখানো হয়। সাধনপুর উলুডাঙ্গা তুলসীরাম হাইস্কুলের প্রধানশিক্ষক তথা সংস্কৃতি মন্ত্রণালয়ের সিসিআরটির ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন সমীর জানা বলেন,
“এই কর্মশালার আয়োজন করার মূল উদ্দেশ্য ছিল ছাত্র ছাত্রীদের কর্মমুখী শিক্ষার প্রতি আগ্রহ গড়ে তোলা।” এই বিদ্যালয়ের প্রায় ৮০ জন ছাত্র ছাত্রী এই কর্মশালায় হাতে কলমে কাজ শেখার চেষ্টা করে।
অনুষ্ঠানের প্রথম দিন হ্যান্ডিক্রাফট সার্ভিস সেন্টারের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর একতা ব্যাপারি এবং শেখ জান্নাতুল ইসলাম। এছাড়া সমগ্র কর্মশালা দেখার দায়িত্বে ছিলেন ঐ সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী অমিয় রায়চৌধুরী।
শিতলপাটি নির্মাণ শিল্পী খোকন দত্ত ও কণিকা দত্ত, তারের সাহায্যে বিভিন্ন জিনিসপত্র তৈরি জন্য ভিকি শর্মা, সফ্ট টয়েজ তৈরির জন্য পম্পা দত্ত এবং পাটের কাজের জন্য রিঙ্কু অধিকারী যত্ন সহকারে ছাত্র ছাত্রীদের তালিম দেন। বিদ্যালয়ের শিক্ষক সুরোজিত দাস সহ সকলেই কর্মশালাকে সাফল্যমন্ডিত করতে বিশেষ সহযোগিতা করেছেন।