উৎসবজেলার খবরবিনোদনসর্ম্বধনা

ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত হল রূপান্তর নাট্যোৎসব ২০২৪-২৫

নীরেশ ভৌমিক : গোবরডাঙ্গার প্রাচীন ঐতিহ্যবাহী নাট্যদল গোবরডাঙা রূপান্তরের আয়োজনে গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর ২০২৪ এ গোবরডাঙ্গা পৌর টাউন হলে অনুষ্ঠিত হল ” রূপান্তর নাট্যোৎসব ২০২৪-২৫ ( প্রথম পর্যায় ) । আর্থিক সহযোগিতায় ভারত সরকার সাংস্কৃতিক মন্ত্রণালয় ।

দুইদিনে শিশু-কিশোর নাটক , স্বল্প দৈর্ঘ্যের নাটক ও পূর্ণাঙ্গ নাটক মিলিয়ে মোট চারটি নাটক মঞ্চস্থ হয় । ২৮শে সেপ্টেম্বর উদ্বোধন পর্বের অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা পৌরসভার বড়বাবু শ্রী জগন্নাথ দাস , নাট্যকার শ্রী কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় , গোবরডাঙ্গা রূপান্তরের প্রথম সম্পাদক শ্রী বাসুদেব বন্দ্যোপাধ্যায় ,

রূপান্তরের সভাপতি শ্রী শশাঙ্ক শেখর দত্ত এবং গোবরডাঙা রূপান্তরের নাট্যগুরু ও নাট্য নির্দেশক শ্রী শ্যামল দত্ত মহাশয় । উপস্থিত অতিথিগণকে রূপান্তরের পক্ষ থেকে সম্মানিত করা হয় । অতিথিগণ সকলেই তাদের বক্তব্যে রূপান্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং দর্শকদেরকে আরও বেশি করে নাটক দেখার আহ্বান করেন।

উদ্বোধন অনুষ্ঠান পর্বের পরেই শুরু হয় নাট্য প্রদর্শন। এদিনের প্রথম নাটক selfish giant অবলম্বনে শংকর দত্তের নাট্যরূপে ” স্বার্থপর দাদু ” । নির্দেশক ছিলেন প্রতাপ সেন। প্রায় ২৫জন শিশু-কিশোর শিল্পীদের সম্মিলিত জমজমাট নাট্য প্রয়াস এই নাটকটি ।

২৮শে সেপ্টেম্বরের দ্বিতীয় দর্শন ছিল শিবংকর চক্রবর্তীর নাটক ” মাতঙ্গিনী ” । নির্দেশক সায়ন চক্রবর্তী , প্রযোজনা কলকাতা স্বতন্ত্র।এদিনের তৃতীয় নাটক ছিল গোবরডাঙ্গা নাবিক নাট্যমের নাট্য “দর্পণ”। রচনা মোহিত চট্টোপাধ্যায় । নির্দেশক জীবন অধিকারী ।

নাটকটি সামগ্রিক নির্মাণ খুবই ভাল। দর্শক প্রশংসিত। দ্বিতীয় দিন ২৯শে সেপ্টেম্বর মঞ্চস্থ হয় গোবরডাঙ্গা রূপান্তরের পূর্ণাঙ্গ নাট্য ” কণিষ্ক ” । নাটক রচনা সঞ্জয় চট্টোপাধ্যায়, নির্দেশনায় অতনু পাল। ঐতিহাসিক ঘটনা অবলম্বনে যুদ্ধ বিরোধী ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার নাটক এ নাট্য।

বিভিন্ন চরিত্রে অভীক দাঁ , চন্দন দেবনাথ, সুবীর নারায়ন দাস, গৌতম দাস , অতনু পাল, দেবদত্ত কর্মকার, স্বরুপ দেবনাথ, তাপস দাস , সকলের অসাধারণ অভিনয়ে এবং কোরিওগ্রাফে রূপান্তরের শুভদীপ, মনোদীপ, অবন্তিকা, শিল্পী, সায়ন , রাহুল, সম্রাট ,জুয়েল সকলের সামগ্রিক অসাধারণ উপস্থাপনায় এ নাটক হয়ে উঠেছে একটি বলিষ্ঠ নাট্য প্রযোজনা ।

আলো পরিকল্পনায় আশিস দাস, প্রক্ষেপণ সৌম্য হরি। আবহ নির্মাণ অভীক । আবহ প্রক্ষেপণ রবীন্দ্রনাথ দাস । কোরিওগ্রাফ শুভ বিশ্বাস। মঞ্চ পরিকল্পনায় দেবদত্ত কর্মকার ও স্বরূপ দেবনাথ। রূপসজ্জায় দেবজিৎ পাল। এই নাটক সময়ের দাবীতে আরও বেশি করে মঞ্চস্থ হওয়ার প্রয়োজন।

নাটক শেষে রূপান্তর সভাপতি শশাঙ্ক শেখর দত্ত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী ডিসেম্বরে রূপান্তর নাট্যোৎসব মূল পর্যায়ে উপস্থিত সকল দর্শকদেরকে নাটক দেখার আহ্বান জানিয়ে রূপান্তর নাট্যোৎসব প্রথম পর্বের সমাপ্ত ঘোষণা করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *