উৎসবজেলার খবরবিনোদনসর্ম্বধনা

একটি বিশেষ থিয়েটার কেন্দ্রিক সেমিনার “আমার ভালোবাসা আমার থিয়েটার” পালিত হল দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে

নীরেশ ভৌমিক : গত ১৮ই অক্টোবর শুক্রবার দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে পালিত হল একটি বিশেষ থিয়েটার কেন্দ্রিক সেমিনার – “আমার ভালোবাসা আমার থিয়েটার”। অনুষ্ঠানটির আয়োজন হয় ” দৃষ্টি “র নিজস্ব শিল্প চর্চা কেন্দ্র ‘শিল্পশালা’য়।

এদিনের সেমিনারের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমেদাবাদ কলেজের অধ্যাপক ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মাননীয় শ্রী সুব্রত দত্ত মহাশয়। এদিনের সেমিনারটি শুরু হয় ঠিক সন্ধ্যা ৭ টায়, অনুষ্ঠানের শুরুতে ” দৃষ্টি “র কর্ণধার মাননীয় শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য্য সহ “দৃষ্টি”

এর অন্যান্য সদস্যরা উত্তরীয় ও স্মারক প্রদানের মাধ্যমে অতিথিকে বরণ করে নেন, এরপর একেবারে আড্ডার মেজাজেই শুরু হয় আলোচনা। ভারতীয় থিয়েটারের অতীত ইতিহাস থেকে শুরু করে বর্তমান প্রজন্মের থিয়েটার চর্চা সমস্ত বিষয়ই উঠে আসে এদিনের আলোচনায়।

এ ছাড়াও বর্তমান সময়ে থিয়েটার চর্চায় দত্তপুকুর দৃষ্টির যে অবদান ও নিরলস প্রচেষ্টা তাও উল্লিখিত হয় বক্তার কথায়। সম্পূর্ণ আড্ডার মেজাজে শুরু হওয়া এদিনের অনুষ্ঠানের সমাপ্তি হয় একটি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে যেখানে শ্রোতারা অতিথিকে বিভিন্ন থিয়েটার বিষয়ক প্রশ্ন করেন।

বর্তমান সময়ে দাঁড়িয়ে এরকম একটি সাংস্কৃতিক ও নাট্যকেন্দ্রিক আলোচনার প্রয়োজনীয়তা উপস্থিত সকল দর্শকই উল্লেখ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *