বস্ত্র বিতরণ অনুষ্ঠান হল থিয়েটার অ্যাসোসিয়েশন অফ গোবরডাঙ্গার উদ্যোগে
নীরেশ ভৌমিক : থিয়েটার অ্যাসোসিয়েশন অফ গোবরডাঙ্গার উদ্যোগে শেষ হলো দ্বিতীয় পর্বের বন্যা কবলিত এলাকার শিশুদের নতুন বস্ত্র বিতরণ অনুষ্ঠান।
বৃহত্তর গোবরডাঙ্গার বেলেনী অঞ্চলের বন্যায় দুর্গত শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় গত ২১ শে অক্টোবর ২০২৪। প্রায় অর্ধশতাধিক ছেলেমেয়েদের হাতে নতুন জামা কাপড় তুলে দিয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে ট্যাগের সদস্যরা আনন্দিত।
এদিনের বস্ত্র বিতরণ পর্বে উপস্থিত ছিলেন বিশ্বনাথ ভট্টাচার্য, বাপ্পা দে, জয়দীপ বিশ্বাস, অভিক দাঁ সহ আরো অন্যান্যরা। পুজোর বহু আগে থেকেই ট্যাগের সদস্যরা নিজেরা এবং অন্যান্য দাতাদের কাছ থেকে অর্থ ও জামাকাপড় সংগ্রহ করে এই কর্মকাণ্ডটি সুসম্পন্ন করেছে।