ঠাকুরনগরে পরশ সাংস্কৃতিক সংস্থার মূকাভিনয় ও নাট্যোৎসব
সমর বিশ্বাস : ঠাকুরনগরে পি আর ঠাকুর পল্লীর পরশ অঙ্গনে গত ৪ নভেম্বর সড়ম্বরে অনুষ্ঠিত হয় পরশ সোশ্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশন আয়োজিত পরশ মূকাভিনয় ও নাট্য উৎসব। এদিন অপরাহ্নে মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করে আয়োজিত উৎসবের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট অভিনেতা গোবিন্দ ঘটক।
ছিলেন শিক্ষক ও সাংবাদিক নীরেশ চন্দ্র ভৌমিক, নাট্যকর্মী বরুণ কর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বৈদ্যনাথ দলপতি ও সংস্কার ভারতীর জেলার সভানেত্রী শাশ্বতী নাথ প্রমূখ।পরশ সাংস্কৃতিক সংস্থার কর্ণধার বিশিষ্ট মূকাভিনেতা শাশ্বত বিশ্বাস সকলকে স্বাগত জানান।
সংস্থার অন্যতম সংগঠক মিঠু বিশ্বাস সহ অন্যান্য সদস্যগণ বিশিষ্টজনদের পুষ্পস্তবকে বরণ করে নেন। বিশিষ্ট ব্যক্তিবর্গ সুস্থ ও সংস্কৃতির চর্চা ও প্রসারে পরশ সংস্থার প্রাণপুরুষ শাশ্বত বাবুর নিরলস প্রয়াসকে সাধুবাদ জানান।
পশ্চিমবঙ্গ নাট্য একাডেমীর অর্থানুকূল্যে আয়োজিত এদিনের মূকাভিনয় ও নাট্যোৎসবের সূচনায় পুরস্কার প্রাপ্ত নৃত্য শিল্পী ইন্দ্রানী বিশ্বাসকে স্মারক সম্মানে ভূষিত করেন উদ্যোক্তারা।
এদিনের অনুষ্ঠানে শুরুতে সংস্থার কচি কাঁচারা সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। হাবড়ার শতকমল মাইম সোসাইটির শিল্পী’গণ পরিবেশিত মূকাভিনয়ের অনুষ্ঠান উপস্থিত ছোট-বড় সকল দর্শকের মনোরঞ্জন করে।
গোবরডাঙ্গার মৃদঙ্গম নাট্যদল মঞ্চস্থ করে বরুণ কর নির্দেশিত মজার নাটক ‘সূক্ষ বিচার ও খ্যাতির বিড়ম্বনা’ ও বাগনার আলো নাট্য সংস্থা মঞ্চস্থ করে নাটক ‘ভর্গ’। ঠাকুরনগরের অন্যতম নৃত্য শিক্ষার প্রতিষ্ঠান কলাভূমির নৃত্য শিল্পী’গণ, প্রশিক্ষক কৃষ্ণ বণিকের নির্দেশনায় পরিবেশন করেন মনোজ্ঞ নৃত্যের অনুষ্ঠান।
পরিশেষে আয়োজক পরশ এর প্রশিক্ষক বিশিষ্ট মূকাভিনেতা শাশ্বত সতী বিশ্বাসের নির্দেশনায় সংস্থার সদস্যগণ পরিবেশিত মূকাভিনয় ‘বহমান সতী’ সমবেত দর্শক মন্ডলীর প্রশংসা লাভ করে। সবকিছু মিলিয়ে পরশ অঙ্গনে অনুষ্ঠিত এদিনের মূকাভিনয় ও নাট্য উৎসব বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।