গুয়াহাটিতেও ড: বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখলো সম্পা
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : প্রাক-আরডি নির্বাচন ক্যাম্প গুয়াহাটিতে ড: বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের এনএসএস স্বেচ্ছাসেবক সম্পা বিশ্বাসের অংশগ্রহণ হল স্মরণীয়। উত্তর ২৪ পরগনার হেলেঞ্চার ড: বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের এনএসএস স্বেচ্ছাসেবক
সম্পা বিশ্বাস এবার বিশ্ববিদ্যালয় নির্বাচন ক্যাম্প-এ নির্বাচিত হবার পর গত ৭ই নভেম্বর থেকে ১৬ই নভেম্বর পর্যন্ত জাতীয় পর্যায়ে গুয়াহাটিতে ইষ্টজোন প্রাক প্রজাতন্ত্র দিবস ক্যাম্পের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
ইস্ট জোন প্রাক প্রজাতন্ত্র দিবস যেখানে সমগ্র পশ্চিমবঙ্গ থেকে ২৩ জন ছাত্র ও ২৩ জন ছাত্রী মিলে মোট ৪৬ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। উল্লেখ্য, এর মধ্যে অন্যতম ছিল সম্পা বিশ্বাস। সেখানেও তার সকল কর্মকান্ড ছিল মনে রাখার মত।
ক্যাম্পে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নারী শক্তির বিকাশ ও আত্মরক্ষা কার্যক্রমের উপর সম্পার কর্মদক্ষতা রীতিমত অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করে। যার সাক্ষী থাকলো গোটা গুয়াহাটি। যা দেখে সেখানে উপস্থিত দিল্লীর বিচারক কত্তৃক যথেষ্ট প্রশংসা পেয়েছে সম্পা।
এ-সম্পর্কে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. চিত্তরঞ্জন দাস জানান, গুয়াহাটিতে সম্পার যোগ্যতার নিরিখে অর্জিত সন্মান হেলেঞ্চা কলেজ তথা গোটা বাগদা বাসীর গর্ব। তাছাড়া কলেজের এনএসএস ইউনিট এর এই সক্রিয়তাকেও তিনি যথেষ্ট প্রশংসা করেন।