আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবরশিক্ষাসর্ম্বধনা

মছলন্দপুর রাজবল্লভপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল “মিট দ্যা আইকন” শীর্ষক বিশেষ স্টুডেন্টস’ উইক ২০২৫

নীরেশ ভৌমিক : মছলন্দপুর রাজবল্লভপুর উচ্চ বিদ্যালয়ে ৭জানুয়ারি ২০২৫ হয়ে গেল “মিট দ্যা আইকন”। বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক মনস্কতা আরো বাড়িয়ে তোলার উদ্দেশ্যে চলছে বিশেষ স্টুডেন্টস’ উইক ২০২৫ উদযাপন।

তারই অঙ্গ হিসেবে এই “মিট দ্যা আইকন” শীর্ষক অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পড়াশুনার পাশাপাশি নানা সাংস্কৃতিক ও সামাজিক কার্যকলাপে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ব্যক্তিত্বের বিকাশ ঘটানোর বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট মূকাভিনেতা, মছলন্দপুর ইমন মাইম সেন্টারের কর্ণধার শ্রী ধীরাজ হাওলাদার।

আলোচনার পরে ইমনের বন্ধুরা “একটি গাছ একটি প্রাণ”, “দন্ত চিকিৎসক” এবং “মেরা ভারত মহান” মূকাভিনয় প্রযোজনা তিনটি পরিবেশন করেন। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের প্রবল উৎসাহ ও সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত।

সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ ভূমিকা পালন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক অপূর্ব রতন মিত্র, শিক্ষক মনজিৎ গাইন এবং বিদ্যালয় পরিচালন সমিতির অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *