হাই কোর্টের নির্দেশে ভাঙা হল বাগদা ব্লকের নলডুগরী বাজারে কয়েকটা বেআইনি দোকান ঘর
পারফেক্ট টাইম রিপোর্টার দীপ্যমান সাহা : বাগদা, হাই কোর্টের নির্দেশে বাগদা ব্লকের নলডুগরী বাজারে কয়েকটা বেআইনিভাবে দখল করা দোকান ভাঙা হলো। ২০ বছর যাবৎ উচ্ছেদের মামলা চালিয়ে একজন ডেপুটি ম্যাজিষ্ট্রেট, পিডব্লিউডির অফিসার ও পুলিশের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান সফল হল। জানা গেছে, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে রীতিমতো ১৪৪ ধারা জারি করে জেসিবি দিয়ে ভাঙা হলো মানব পান্ডে, বুদ্ধদেব পান্ডে ও রতন বাড়ুই এর দোকান ঘর।
দখলদাররা জানিয়েছেন, তারা ৭০\৮০ বছর ধরে এই জায়গায় ব্যাবসা বানিজ্য করে আসছিল। আদালতের রায়ে দোকান ভেঙ্গে দেওয়াতে তারা কর্মহীন হয়ে পড়ল। তারা মানবিক কারনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পুর্নবাসনের আবেদন জানিয়েছেন। মামলার বাদী শ্যামলী বিশ্বাসের ছেলে কার্ত্তিক বিশ্বাস বলেন, দখলদাররা তার বাবাকে মারধর করে পেশিশক্তির প্রভাব খাটিয়ে এতদিন ইটের ঘর নির্মাণ করে ব্যাবসা করে আসছিল। আজ ২০ বছরের আইনি লড়াই চালিয়ে তাদেরকে উচ্ছেদ করা সম্ভব হল।