আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবরবিনোদন

গোবারডাঙা নাবিক নাট্যমের পরিচালনায় অনুষ্ঠিত হল নাট্যশাস্ত্র প্রণেতা ভরতমুনি স্মরণ অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : সম্প্রতি শুভ মাঘীপূর্ণিমার পূর্ণ তিথিতে গোবারডাঙা নাবিক নাট্যমের পরিচালনায় সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ উত্তর ২৪ পরগনা জেলা ,আয়োজন করেছিল ,নাট্যশাস্ত্র প্রণেতা ভরতমুনি স্মরণ অনুষ্ঠান ।

গোবরডাঙা নাবিক নাট্যমের মহলাকক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথি বর্গের মধ্যে উপস্থিত ছিলেন, সংস্কার ভারতী উত্তর ২৪ পরগনা জেলার সম্পাদিকা সুপ্রীতি নাথ সুতার, সহ সভাপতি বিশ্বনাথ ভট্টাচার্য্য,ও অনিমা মজুমদার(কেন্দ্রের সঙ্গীত টোলির সদস্যা),

এবং কোষাধ্যক্ষ শর্মিষ্ঠা সাধুখা, অজয় দাস, শুভাশিস রায়চৌধুরী ছাড়া ও আরো অনেকে । সকলের উপস্থিতিতে ভাব সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সম্পাদিকা সুপ্রীতি নাথ সুতার ভরত মুনির নাট্য শাস্ত্রের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এর মাঝে সকল অথিতিদের বরণ করে নেয় নাবিক নাট্যমের কুশীলবেরা।এরপর প্রথাগত ভাবে সকল রীতিনীতি মেনে দ্বীপ মন্ত্রের মাধ্যমে প্রদীপ প্রজ্বলন করা হয়। নাবিক নাট্যমের সভাপতি শ্রাবনী সাহা, কর্ণধার, নির্দেশক জীবন অধিকারী, সহ সম্পাদিকা রাখী বিশ্বাস ও অশোক বিশ্বাস,

অবিন দত্ত এবং নাবিকের প্রতিষ্ঠাতা সদস্য প্রদীপ কুমার সাহা উপস্থিত ছিলেন এই প্রদীপ প্রজ্বলনের পবিত্র মুহূর্তে। এরপর সংস্কার ভারতীর সদস্যা সোমা মজুমদার ভরত মুনির নাট্য শাস্ত্রের উপর একটি প্রতিবেদন পাঠ করেন।

অনিমা দাস মজুমদার ভরত মুনির ছবিতে মাল্যদান করেন এবং উপস্থিত সকলে পুস্প অর্পণ করেন।একে একে বিভিন্ন এলাকা থেকে আসা নাট্য ব্যক্তিরা তাঁদের মূল্যবান বক্তব্য রাখেন।

গোবরডাঙা নাবিক নাট্যমের নির্দেশক জীবন অধিকারী মহাশয় ভরত মুনির নাট্য শাস্ত্রের উপর একটি অসাধারণ বক্তব্য রাখেন, নাট্যশাস্ত্রের উপর তাঁর সংক্ষিপ্ত বক্তব্য শুনে সকলে অভিভূত হয়।

গোবরডাঙা নাবিক নাট্যমের কলাকুশলীরা সমবেত হয়ে তাদের বিভিন্ন নাটকের গান পরিবেশন করেন। বিশিষ্ট শাস্ত্রীয় নৃত্য শিল্পী চিন্ময় পাল এক অসাধারণ শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করেন।

এছাড়াও বেশ কিছু বহিরাগত শিল্পীরা তাদের অনুষ্ঠান পরিবেশন করেন।গোবরডাঙা নাবিক নাট্যমের সদস্য, সদস্যাদের মধ্যে অশোক বিশ্বাস ও সুব্রত কর্মকার অনুষ্ঠান পরিচালনায় বিশেষ ভূমিকা পালন করেন।

গোবরডাঙা নাবিক নাট্যমের দর্শক পূর্ণ মহলা কক্ষে ভরত মুনি স্মরণ অনুষ্ঠানটি সত্যিই প্রশংসার দাবি রাখে। এই দিনে উপস্থিত দর্শক মহল বহুদিন মনে রাখবে। প্রথাগত ভাবে শান্তি মন্ত্রের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *