আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

উৎসবজেলার খবরপ্রতিভার সন্ধানেবিনোদন

নাটক “ভরত মুনি কথা” উপস্থাপন করলো গোবরডাঙ্গা রবীন্দ্র নাট্য সংস্থা

নীরেশ ভৌমিক : ১৪ই ফেব্রুয়ারি ২০২৫, ন্যাশনাল স্কুল অফ ড্রামার আমন্ত্রনে, ভারত রঙ্গ মহোৎসবের “বিশ্বজন রঙ্গ মহোৎসবে” রবীন্দ্র নাট্য সংস্থা গোবরডাঙ্গা উপস্থাপন করলো নাটক “ভরত মুনি কথা”,

সামগ্রিক পরিকল্পনা ও নির্দেশনা, বিশ্বনাথ ভট্টাচার্য, আবহ ঋতুপর্ণা মুখার্জি, আমাদের নাট্যশাস্ত্র কিভাবে এলো, ভরত মনি কিভাবে এই নাট্যশাস্ত্র রচনা করলেন,

এই নাট্যশাস্ত্রের প্রয়োজনীয়তা আপামর মানুষের কাছে কিভাবে পৌঁছে যাবে, এই ছিল নাটকের মূল বিষয়বস্তু, রবীন্দ্র নাট্য সংস্থার কলাকুশলীরা অসাধারণভাবে নাটকটি মঞ্চস্থ করে।

প্রারম্ভিকভাবে সংস্থার পরিচালক বিশ্বনাথ ভট্টাচার্য এই নাটক সম্পর্কে বক্তব্য রাখেন। পরে শুরু হয় নাটক ভারত মুণি কথা, নাটকটিতে অভিনয় ও নেপথ্যে ছিলেন রিক ব্যানার্জি, অনিক রায়,

বিশ্ববন্ধু চৌধুরী, দেবব্রত মজুমদার, সাগ্নিক বিশ্বাস ,পবিত্র সরকার, আলোকবর্তিকা ভট্টাচার্য, অঞ্জলি, মৃধা দেবযানী মিস্ত্রি এবং ঋতুপর্ণা মুখার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *