আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানজেলার খবরসভা ও সমাবেশ

বারাসাত পৌরসভার বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত হল নাস্তিক মঞ্চের জেলা সম্মেলন

নীরেশ ভৌমিক : আজ ২৩ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনা জেলার সদর শহর বারাসাতে বারাসাত পৌরসভার বিদ্যাসাগর হলে ভারত সরকারের রেজিস্ট্রিকৃত নাস্তিক মঞ্চের উত্তর ২৪ পরগনা জেলার প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো ।

এই সম্মেলনে কলকাতা নদিয়া বর্ধমান হুগলী সহ বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ১৮০ জন প্রতিনিধির মধ্যে প্রতিনিধি ছাড়াও বেশ কিছু মানুষ ব্যক্তিগত ও সংগঠনগত ভাবে নিজেদের আগ্রহে উপস্থিত হয়েছেন। ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে যুক্তিবাদ ও মানবতাবাদ এর পক্ষে বক্তব্য রেখেছেন প্রায় ৪৫ জন মানুষ।

সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই অনুষ্ঠানে বহু মানুষকেই আগ্রহের সঙ্গে উপস্থিত থাকতে দেখা যায়। “সংকোচেরও বিহ্বলতা নিজেরে অপমান” গানের মধ্য দিয়ে সম্মেলনের শুরু হয় ও বহু মানুষের বক্তব্যের পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ের উপর কবিতা গান নাটকের উপস্থাপনা সকলের কাছেই গ্রহণীয় হয়ে ওঠে ।

উপস্থিত ব্যক্তিদের সকলের বক্তব্যেই ঈশ্বরবিশ্বাস এর বিপরীতে নাস্তিকতা যুক্তিবাদ ও মানবতাবাদ এর প্রতি তাদের গভীর আস্থা প্রকাশ পেয়েছে। কিভাবে এর প্রসার ঘটানো যায় সে বিষয়ে নানা সম্ভাবনার কথা উঠে এসেছে। অন্ধকার থেকে আলোয় দিকে যেতে হলে ধর্মান্ধতা,মৌলবাদ, অলীক ঈশ্বর বিশ্বাসের পথ ছেড়ে যুক্তিবাদ, মানবতাবাদ ও নিরীশ্বরবাদের পথ নিতেই হবে।

এমন বার্তাই সকলের আত্মবিশ্বাসীকণ্ঠে প্রকাশ পেল গতকাল বিদ্যাসাগর হলে উত্তর ২৪ পরগনা নাস্তিক মঞ্চের প্রথম জেলা সম্মেলনে। সদর্থক সফল সম্মেলন এর কোন স্থানেই ব্যক্তিকেন্দ্রিক গুরুবাদী ভাবনার কোন সুযোগ ঘটেনি বা বলা যায় এই সম্মেলনে ন্যূনতম গুরুত্ব পায় নি।

সম্মেলন প্রতিনিধিরা নিজেরাই নানা ভূমিকায় অবতীর্ণ হয়ে সম্মেলনকে সফল করেছেন সম্মেলনের আয়োজকদের মধ্যে আহ্বায়ক অরিন্দম দে জানালেন বহু দূর-দূরান্ত থেকে এত মানুষের সুশৃংখল উপস্থিতির মধ্য দিয়ে এই সফল সম্মেলনের যাবতীয় কৃতিত্ব আমাদের সদর্থক মনোভাবের প্রকাশ মূলক এই নাস্তিকতাবাদ এর উপর ভিত্তি করে আয়োজিত সম্মেলনের সকলের ।

আগামী দিনে এই সম্মেলন কোন চার দেওয়ালের মধ্যে ঘরে আবদ্ধ না রেখে বাইরে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ছোট ছোট বিশেষ বিশেষ দিনগুলিকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় পথসভা বা ওই ধরনের কোন কিছুর মধ্য দিয়ে নাস্তিকতা বোধের প্রসার ঘটানোর উদ্যোগ নেওয়া হবে। সম্মেলনের শেষে জেলা কমিটির সদস্য মনোনয়ন ও “আমরা করব জয়” সমবেত সংগীতের মধ্যে দিয়ে সভার কাজ শেষ হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *