সাড়ম্বরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন গাইঘাটা ব্লকে

নীরেশ ভৌমিক : গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস মর্যাদা সহকারে উদযাপন করে গাইঘাটা পঞ্চায়েত সমিতি ও গাইঘাটা ব্লক প্রশাসন কর্তৃপক্ষ। এদিন মধ্যাহ্নে ব্লকের সৃষ্টি হলে আয়োজিত নারী দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,

পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি, শিক্ষা কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাপী দাস, মৎস্য ও প্রাণিসম্পদ দফতরের কর্মাধ্যক্ষ অঞ্জনা বৈদ্য, সদস্য পাপিয়া দেবনাথ, ছিলেন জেলা পরিষদ সদস্য

অভিজিৎ বিশ্বাস ও শিপ্রা বিশ্বাস এবং ব্লকের বিডিও নীলাদ্রি সরকার, জয়েন্টে বিডিও জাগ্রত চৌধুরী প্রমূখ।বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে দিনটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে মনোজ্ঞ ভাষণ রাখেন।

শিক্ষা কর্মাধ্যক্ষ মধুবাবু বলেন, ১৯৭৫ সাল থেকে সারা বিশ্বে দিনটি মর্যাদা সহকারে পালিত হয়ে আসছে। সভাপতি শ্রীমতি বাকচি বলেন এবছর আন্তর্জাতিক নারী দিবসের সুবর্ণজয়ন্তী বর্ষ।

আমাদের রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সকল নারীদের মর্যাদা দিয়েছেন। স্কুল-কলেজের পড়ুয়া ছাত্রীদের কন্যাশ্রী, বিবাহ যোগ্যাদের রূপশ্রী এবং প্রাপ্ত বয়স্কা সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় এনেছেন।

নারী সমাজকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষমতা প্রদানের মাধ্যমে সমৃদ্ধ করার প্রয়াস অব্যাহত রয়েছে। কর্মাধ্যক্ষ অঞ্জনা দেবী বলেন, নারী সমাজ এখন আর কোন কিছুতে পিছিয়ে নেই, নারীরা আজ আর অবলা নয়, সবলা হয়ে উঠেছে।

বিডিও নীলাদ্রি বাবু বলেন, বর্তমানে নারী সমাজের আন্তরিক উদ্যোগে সমাজের পরিবেশ স্বচ্ছ ও নির্মল হয়ে উঠেছে। প্লাস্টিক ক্যারিব্যাগ এবং ডেঙ্গু প্রতিরোধে ব্লকের আশা কর্মীরা ভালো কাজ করে চলেছেন।

সকলের সহযোগিতায় গাইঘাটা ব্লক’কে ডেঙ্গু ও প্লাস্টিক মুক্ত ব্লক হিসেবে গড়ে তুলতে হবে। পচনশীল ও অপচনশীল বর্জ্য পৃথক করে পরিবেশকে দূষণমুক্ত করতে হবে। পানীয় জলের অপচয় রোধ করতে হবে। সর্বোপরি মা-বোনেদের সম্মান রক্ষা করতে হবে।

শতাধিক মহিলার সমাবেশে সভায় একটি জনসচেতনামূলক ভিডিও প্রদর্শিত হয়। সভার আলোচনা শেষে ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সেরা স্বচ্ছতা কর্মীদের স্মারক ও বিশেষ উপহারে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বিডিও নীলাদ্রি বাবুর সুচারু পরিচালনায় নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত এদিনের সভা বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।








