আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানজেলার খবরবিনোদনসর্ম্বধনাসাংস্কৃতিক অনুষ্ঠান

অনুষ্ঠিত হল থিয়েটার অ্যাসোসিয়েশন অফ গোবরডাঙ্গার মানবিক অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : থিয়েটার অ্যাসোসিয়েশন অফ গোবরডাঙ্গার উদ্যোগে আবারো অনুষ্ঠিত হলো একটি মানবিক অনুষ্ঠান। ৬ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রাক্কালে সকাল ১১ টায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির, সঙ্গে বসে আঁকো প্রতিযোগিতা।

থিয়েটার অ্যাসোসিয়েশন বিভিন্ন সামাজিক কাজকর্মে লিপ্ত। যেমন রক্তদান শিবির বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ, দুস্থ শিশুদের পুজোয় নতুন পোশাক বিতরণ ইত্যাদি নানা কর্মকাণ্ডের মধ্যে নিরন্তর সামাজিক কাজ করে চলেছে।

রক্তদান সেই রকমই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক কাজ। এদিন রক্তদানে উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা পৌরসভার মাননীয় পৌরপিতা শঙ্কর দত্ত মহাশয়, পৌর প্রধানকে ব্যাজ পড়িয়ে হাতে স্মারক,

অনুষ্ঠান ব্রশিওর তুলে দেয় শিশু শিল্পী আলোকবর্তিকা ভট্টাচার্য, উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব আশিস চট্টোপাধ্যায়, উপস্থিত ছিলেন নীরেশ ভৌমিক পলাশ মন্ডল প্রমুখ ব্যক্তিবর্গ।

উপস্থিত সকল অতিথিদের থিয়েটার অ্যাসোসিয়েশন অফ গোবরডাঙ্গার পক্ষ থেকে মানপত্র অনুষ্ঠান ব্রোশিওর ও একটি করে গাছ তুলে দেয়া হয়। মানিকতলা ব্লাড ব্যাংকের শীততাপ নিয়ন্ত্রিত বাসে 35 জন রক্তদাতা, রক্তদান করেন।

যদিও আরও ১৫ জন রক্ত দাতা কে ফিরে যেতে হয় কারণ তারা 35 জনের রক্তই নেবেন বলে নির্দেশ দিয়েছিলেন। সকাল নটায় শুরু হয়েছিল ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা

এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ১৩০ জন প্রতিযোগী। আগামী পয়লা বৈশাখ বর্ষবরণ অনুষ্ঠানে প্রত্যেক প্রতিযোগীর হাতে পুরস্কার ও মানপত্র তুলে দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *