আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

উৎসবজেলার খবরবিনোদনসর্ম্বধনাসাংস্কৃতিক অনুষ্ঠান

গোবরডাঙ্গা কথা প্রসঙ্গের ২৫ তম বার্ষিক প্রতিষ্ঠা দিবসে আনন্দ আসর

নীরেশ ভৌমিক : চোদ্দশত সাত বঙ্গাব্দের নববর্ষের সূচনায় আত্মপ্রকাশ করে নাটকের শহর গোবরডাঙ্গার অন্যতম নাট্যদল কথা প্রসঙ্গ। সংস্থার রজত জয়ন্তী বর্ষে পদার্পণ উপলক্ষে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে কথা প্রসঙ্গ কর্তৃপক্ষ।

গত ১৬ এপ্রিল সন্ধ্যায় সুসজ্জিত স্থানীয় শিল্পায়ন স্টুডিও থিয়েটারে অনুষ্ঠিত সংস্থার রজত জয়ন্তী বর্ষের অনুষ্ঠানে বিভিন্ন নাট্যদলের প্রতিনিধিগণ উপস্থিত হন।

বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার সদস্য ও কচি-কাঁচা শিক্ষার্থী ও তাদের অভিভাবক’গণ ও উপস্থিত ছিলেন।কথা প্রসঙ্গের কর্ণধার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বিকাশ বিশ্বাস আগত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

বিভিন্ন নাট্যদলের কর্মকর্তা’গণ ফুল-মালা এবং পুষ্পস্তবক ও নানা উপহারে নাট্য পরিচালক বিকাশ বাবুকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন। বিভিন্ন নাট্যদল ও বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার সদস্য’গণ সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও নাটিকা পরিবেশন করেন।

ছোটদের সঙ্গীত, নৃত্য ও সমবেত আবৃত্তির অনুষ্ঠান এদিনের আনন্দ আসর শীর্ষক অনুষ্ঠানকে বেশ প্রাণবন্ত করে তোলে। উপস্থিত বিশিষ্টজনেরা তাঁদের বক্তব্যে কথা প্রসঙ্গ নাট্যদলের

রজত জয়ন্তী বর্ষের সমস্ত কর্মসূচীর সাফল্য কামনা করেন। নানা অনুষ্ঠান ও বহু সংস্কৃতি প্রেমী মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে অনুষ্ঠান অঙ্গন মুখরিত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *