শিশির মঞ্চে অনুষ্ঠিত হলো বসিরহাটের অন্যতম নাট্যদল ‘একটি প্রযোজনার’ নাট্য সন্ধ্যা ২০২৫

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : অনুষ্ঠিত হল একটি প্রযোজনা আয়োজিত নাট্য সন্ধ্যা ২০২৫। সীমান্তবর্তী শহর বসিরহাটের অন্যতম নাট্যদল একটি প্রযোজনা সম্প্রতি শিশির মঞ্চে আয়োজন করেছিল “নাট্য সন্ধ্যা ২০২৫”। গত ৬ই এপ্রিল ২০২৫-এর এই অনন্য সন্ধ্যায় নাট্যক্ষেত্রে বিশিষ্টজনদের সম্মাননা প্রদান, সেমিনার, সারা বাংলা সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ এবং আয়োজক সংস্থার নবতম নাটক তারিণী মাঝি মঞ্চস্থ হয়। এই সন্ধ্যায় অতিথি ছিলেন বিশিষ্ট নাটককার সঞ্জয় চট্টোপাধ্যায়, বিশিষ্ট অভিনেতা নির্দেশক তপন দাস প্রমুখ।

একটি প্রযোজনার নবতম নাটক ‘তারিণী মাঝি’র ময়ূরাক্ষীর বুকে ভেসে বেড়ানো নৌকার প্রতিকী কাগজের তৈরি নৌকা জলে ভাসিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্টজনেরা। এরপর তাঁদেরকে উত্তরীয়, স্মারক ও মিষ্টি দিয়ে সাদর সম্ভাষণ জানানো হয় আয়োজক সংস্থার পক্ষ থেকে। এদিনের সেমিনারে বর্তমান সময়ে নাটকের বিষয়বস্তু নিয়ে সুন্দর আলোচনা করেন সঞ্জয় চট্টোপাধ্যায়। তারই রেশ ধরে তপন দাস এই সময়ে নাট্যশিল্পের অবস্থান ও চর্চার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। এরপর একটি প্রযোজনা আয়োজিত সারা বাংলা সাংস্কৃতিক প্রতিযোগিতায় সেরা প্রতিভাদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়। নাট্য সন্ধ্যার এই পর্বের শেষে উপস্থাপিত হয় একটি প্রযোজনার নবতম নাটক “তারিণী মাঝি”।

সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন চিরব্রত দাস।এদিনের সন্ধ্যায় দ্বিতীয় পর্বে একটি প্রযোজনা মঞ্চস্থ করে তাঁদের নবতম নাটক “তারিণী মাঝি”। তারাশঙ্কর বন্দোপাধ্যায়-এর কাহিনী অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন বিশিষ্ট নাটককার সুব্রত কাঞ্জিলাল। আর নির্দেশক তপন দাস একটি প্রযোজনা’র কলা-কুশলীদের নিয়ে নাচ-গান-অভিনয়ের শৈল্পিক বুননে নাটকটি প্রাণবন্ত করে তুলেছেন। একটি প্রযোজনার নাট্যগুরু সমাপ্তি ঘোষ সুনিপুনভাবে দক্ষতার সহিত সহ-নির্দেশনা ও কোরিওগ্রাফির দায়িত্ব পালন করেছেন। ‘তারিণী মাঝি’ নাটকের মুখ্য ভুমিকায় তারিণীর চরিত্রে ভাস্কর পালের অভিনয় দর্শকদের মুগ্ধ করে।

সূখীর চরিত্রে দাপুটে অভিনয় করেন সমাপ্তি ঘোষ স্বয়ং। কেলোর চরিত্রে ভাস্কর জানা যথাযথ সঙ্গত দেন। এছাড়াও সাবির চরিত্রে সুনিতা দত্ত, ঘোষ মশাইয়ের চরিত্রে তপন দাস, নেতা কান কাটা কেষ্টর চরিত্রে বিশ্বজিত দেবনাথ, বাউলের চরিত্রে শাওলি সাহা, মোক্ষদার চরিত্রে তিতলী চক্রবর্তী, নতুন বউয়ের চরিত্রে রিত্তিশা মাইতি এবং সুত্রধরের চরিত্রে দিশা দাস দর্শকদের বিশেষ নজর কাড়েন। নাটকটির আলোক পরিকল্পনা করেছেন কিংশুক দাস, আবহ নির্মাণে সাগর দাস ও ভাস্কর পাল। আবহ প্রক্ষেপণে ছোট্ট শিবা সরদার সকলের নজর কাড়ে। সুনিতা দত্তের রূপসজ্জা ও পোশাক পরিকল্পনায় উঠে এসেছে রাঢ় বাংলার মাটিতে জীবনসংগ্রামরত গ্রামীণ লোকজীবনের ছবি।

মঞ্চ সজ্জায় ও নির্মাণে সুশান্ত ঘোষ ও ভাস্কর জানা ময়ূরাক্ষীর বুকে ভাসমান নৌকা ও গ্রাম্য চালচিত্রের প্রেক্ষাপট তুলে ধরেছেন যথাযথভাবে। অভিনয়ের পাশাপাশি মঞ্চ উপকরণে মোনালিসা মণ্ডল ও অর্পিতা হালদার নিখুত আয়োজন করেছেন। নাটকটির সুন্দর পরিবেশনা ও সকলের অভিনয় দেখে সকলে আপ্লূত। এমনকি দর্শকের মধ্য থেকে শ্রীমতী বৈশাখী মাইতি তাঁর ভাল লাগার কথা জানান এবং আগামীদিনে তিনি একটি প্রযোজনা সাথে যুক্ত হতে ইচ্ছে প্রকাশ করেন।









