বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির পক্ষ থেকে পার্শ্ব শিক্ষকদের চরম অর্থনৈতিক দুর্দশার কথা তুলে ধরা হয় রাজ্য সভার সাংসদ ও অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাতিপতি মমতা বালা ঠাকুর মহাশয়াকে

নীরেশ ভৌমিক : ২৭শে এপ্রিল ২০২৫ রবিবার বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির উদ্যোগে পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের চরম অর্থনৈতিক দূর্দশার কথা তুলে ধরা হয় রাজ্য সভার সাংসদ ও অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাতিপতি মমতা বালা ঠাকুর মহাশয়াকে। পার্শ্ব শিক্ষকদের বেতন বঞ্চনার কথাও লিখিত ভাবে দেওয়া হয়, সাংসদ ও সংঘাধিপতি মমতা ঠাকুর মহাশয়াকে।

তিনি দীর্ঘ সময় নিয়ে পার্শ্ব শিক্ষকদের কথা ধৈর্য্য সহকারে শোনেন, এবং পার্শ্ব শিক্ষকদের বলেন যে , এই বেতন বৈষম্যের কথা মাননীয়া মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বলবেন এবং পার্শ্ব শিক্ষকদের সন্মান জনক বেতন বৃদ্ধি যাতে হয় সেই চেষ্টা তিনি করবেন, সেই সঙ্গে পার্শ্ব শিক্ষকরা বিধায়িকা মধুপর্ণা ঠাকুর মহাশয়ার শুভেচ্ছাবার্তা তার মা মমতা ঠাকুরের হাতে তুলে দেন।

সংগঠনের পক্ষ থেকে আলোচনা ফলোপ্রশু হয়েছে বলে জানানো হয় এবং সুদিনের অপেক্ষা তারা থাকবেন। সেই সাথে পার্শ্ব শিক্ষকরা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন, নাজিমুদ্দিন মন্ডল সভাপতি, নিলয় দাস সহঃ সভাপতি, মলয় মন্ডল প্রাক্তন রাজ্য কমিটির সদস্য, শুভঙ্কর মন্ডল সাধারণ সম্পাদক, সুকুমার মন্ডল কোষাধক্ষ্য জেলা কমিটি। পঙ্কজ রায় বনগাঁ বিধানসভার সভাপতি।

ভজহরি মন্ডল গাইঘাটা বিধানসভার সভাপতি, বিষ্ণুপদ বিশ্বাস বনগাঁ দক্ষিণ বিধান সভা সভাপতি, সমর ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন, শংকরি সরকার সহ সম্পাদিকা, লক্ষী দাস, কল্পনা পাল, অমল কুমার বিশ্বাস সহ এলাকার অসংখ্য শিক্ষক-শিক্ষিকারা। সংগঠনের সাধারণ সম্পাদক শুভঙ্কর বাবু বলেন, “আমরা পার্শ্ব শিক্ষক-শিক্ষিকাগণ বর্তমানে আমাদের মতুয়া মা মমতা বালা ঠাকুর, মধুপার্না ঠাকুর এবং আমাদের জন নেত্রী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশে সর্বদাই আছি।

সংগঠনের পক্ষ থেকে পুষ্প স্তবক দিয়ে রাজ্য সভার সাংসদ মমতা বালা ঠাকুরকে বরণ করেন জেলা সভাপতি নাজিম উদ্দিন মন্ডল মহাশয়। সংগঠনের পক্ষ থেকে তারা তাদের বেতন কাঠামো গড়ে বেতন বৃদ্ধির আবেদন জানান, “মা মাটি মানুষ সরকারের কাছে”। বর্ষীয়ান শিক্ষক মলয় মন্ডল বলেন, তৃণমূল কংগ্রেস পার্শ্ব শিক্ষক সমিতির রাজ্য সভাপতি রমিউল ইসলাম শেখও মোবাইল ফোনে সাংসদ মমতা ঠাকুরকে শুভেচ্ছা জানান।









