আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

উদ্বোধনজেলার খবররাজনৈতিক দলের খবর।সন্মেলন

গাইঘাটার চাঁদপাড়ায় জাতীয় কংগ্রেস কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : গত ২৮ এপ্রিল অপরাহ্ণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলন করে গাইঘাটা ব্লকের চাঁদপাড়া বাজারে জাতীয় কংগ্রেসের বনগাঁ দক্ষিণ বিধানসভার নবনির্মিত দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি অমিত মজুমদার।

বন্দে মাতরম ও জাতীয় কংগ্রেস জিন্দাবাদ ধ্বনিতে ভবন প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে দলের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তাতা ভট্টাচার্য, শান্তিময় চক্রবর্তী, ব্লকের প্রাক্তন সভাপতি বর্ষীয়ান অমলেন্দু রায়, বিগত লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রের দলীয় প্রার্থী প্রদীপ বিশ্বাস প্রমূখ।

ব্লক সভাপতি এডভোকেট পার্থপ্রতিম রায় ও দলনেতা মনোতোষ সাহা সকলকে স্বাগত জানান। প্রবীণ নেতৃত্ব অমলেন্দু রায় ও শান্তিময় চক্রবর্তী সকলেই ফিতে কেটে সুসজ্জিত কক্ষ ইন্দিরা ভবনে প্রবেশ করেন। প্রবীণ দলনেতা কৃষ্ণপদ চক্রবর্তী আগত সকলকে প্রস্ফুটিত লাল গোলাপে শুভেচ্ছা জানান।

উপস্থিত দলীয় নেতাকর্মীদের সামনে বক্তব্য রাখলেন জেলা সভাপতি অমিত মজুমদার, রাজ্য নেতা তাতা ভট্টাচার্য, শান্তিময় চক্রবর্তী, অমলেন্দু রায় যুব নেতৃত্ব শুভজিৎ সিংহ ও বিগত পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থী অংশু মিতা পাল।

জেলা সভাপতি অমিত বাবু বলেন, বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চাঁদপাড়া বাজারে পুরনো কার্যালয়ের দ্বিতলে নবনির্মিত এই ইন্দিরা ভবন ব্লকের সকল দলীয় নেতা কর্মীদের অনুপ্রেরণা যোগাবে। গাইঘাটা ও বনগাঁ দক্ষিণে দল ফের শক্তিশালী হয়ে উঠবে।

নেতৃবৃন্দ আরোও বলেন গ্রামে-গ্রামে পাড়ায়-পাড়ায় সাধারণ মানুষের বাড়ি যেতে হবে। চাঁদা সংগ্রহ করে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে অসহায় দরিদ্র মানুষজনের সেবা করতে হবে।

জনসংযোগ বৃদ্ধি করতে হবে। নেতা কাজের মাধ্যমেই তৈরি হয়। প্রচারের অভিমুখ বৃদ্ধি করতে হবে। সদস্য সংখ্যা বৃদ্ধি করে ছাত্র যুব মহিলাদের সংগঠন মজবুত করে তুলতে হবে।

দলনেতা সালাউদ্দিন, বীরেশ ভৌমিক, বিপুল সাহা প্রমুখের আন্তরিক প্রয়াসে চাঁদপাড়ায় জাতীয় কংগ্রেসের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠান এলাকায় বেশ সাড়া ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *