আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

ধর্মীয় খবর।রাজ্য

সৈকত নগরী দীঘাতে আকাঙ্খিত জগন্নাথ দেবের মন্দিরের শুভ উদ্বোধন ও জগন্নাথ দেবের প্রান প্রতিষ্ঠা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ পুরীর জগন্নাথ মন্দিরের আদলে ২৫০ কোটি টাকা ব্যায়ে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দেশের অন্যতমতম পর্যটনকেন্দ্র দীঘার সমুদ্রতীরে তৈরী হওয়া জগন্নাথ মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন সহ একাধিক পুরোহিত ও ইসকনের সাধুসন্তদের মাধ্যমে প্রভু জগন্নাথদেবের প্রাণ প্রতিষ্ঠা করলেন আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষ্যে আগের দিন মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত একাধিক পুরোহিতসহ ইসকনের সাধুসন্তদের মাধ্যমে চলে ‘মহাযজ্ঞ’। দেশের অন্যতমতম পর্যটনকেন্দ্র দীঘাতে ২২ একর জমির উপর গড়ে উঠলো ‘দীঘার জগন্নাথ ধাম’।

চৈতন্যদ্বার, সিংহদ্বার, ব্যাঘ্রদ্বার, হস্তিদ্বার ও অশ্বদ্বারে সমৃদ্ধ হয়েছে ২১৩ ফুট উচ্চতার মূল মন্দিরটি। সৈকত নগরী দীঘার জগন্নাথ দেবের মন্দির অলংকৃত হয়েছে অসংখ্য দেব-দেবীর অসংখ্য স্থাপত্যের সাথে লক্ষ্মীমন্দির, গুন্ডিচার, জগন্নাথ দেবের মাসিবাড়ি ইত্যাদিতে।

এ ছাড়াও মন্দিরটিতে রয়েছে ভোগ মণ্ডপ, নাটমন্দির, জগমোহন, গর্ভগৃহ ও নাটমন্দির ইত্যাদি। মন্দির প্রাঙ্গণের সুদৃশ্য নাট-মন্দিরটি দাঁড়িয়ে আছে ১৬টি অনবদ্য স্তম্ভের উপরে।

এই মন্দিরটি রাজস্থানের ৮০০জন দক্ষ কারিগরের হাতের ছোঁয়ায় খানিকটা অযত্নে পড়ে থাকা উন্নত মানের রাজস্থানী গোলাপী বেলেপাথর, ভিয়েতনামী মারবেল পাথর হয়ে উঠলো দর্শক নন্দন।

জানা গেছে, দীঘার মুল মন্দিরের তিন প্রধান বিগ্রহ জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি করা হয়েছে নিম কাঠ ও পাথর দিয়ে। পূর্ব মেদিনীপুরের সৈকত নগরী দীঘা রেলস্টেশনের একেবারে কাছেই নিউ দীঘা ও ওল্ড দীঘার মাঝপথে নির্মিত আকাঙ্খিত সেই জগন্নাথদেবের মন্দির তথা জগন্নাথ ধামের শুভ উদ্বোধন তথা জগন্নাথদেবের প্রাণ প্রতিষ্ঠা করার সময়

মন্দির প্রাঙ্গণে আজ বুধবার অসংখ্য বিশিষ্টজন যেমন – নেতা, সাংসদ, বিধায়ক, শিল্পপতি, নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, খেলোয়াড়, প্রযোজক, চিত্র পরিচালক, সমস্ত ধর্ম-বর্ণের মানুষ সহ একাধিক পুরোহিত ও ইসকনের সাধুসন্তদের সহযোগিতায় মুল-অনুষ্ঠানের পৌরহিত্যে করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণলগ্নে মন্দিরের শুভ উদ্বোধন সহ জগন্নাথদেবের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে মন্দির প্রাঙ্গণ রীতিমত পরিনত হয় দলমত নির্বিশেষে বিশিষ্টজন, সাধুসন্ত ও অসংখ্য ভক্তদের মিলন মেলায়।

অপ্রত্যাশিত ভাবে সৈকত নগরী দীঘাতে জগন্নাথ দেবের দর্শনের পাশাপাশি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরী নবনির্মিত এক অনবদ্য জগন্নাথ দেবের মন্দির দর্শনের সুযোগ পাবে পর্যটকরা এমনই মতামত দিয়েছেন দীঘার গামী পর্যটকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *