সাড়ম্বরে উদযাপিত হল গোবরডাঙ্গা নাবিক নাট্যমের ৪৯তম বর্ষের প্রতিষ্ঠা দিবস

নীরেশ ভৌমিক : গোবরডাঙ্গা নাবিক নাট্যমের ৪৯ বছরে পদার্পণ। গোবরডাঙ্গা কে বলা হয় সংস্কৃতির পিঠস্থান, সেই পিঠস্থানে ১৯৭৭ সালের ১লা মে কয়েকজন যুবক মিলে প্রতিষ্ঠা করেন গোবরডাঙ্গা নাবিক নাট্যম, তার মধ্যে অন্যতম ছিলেন সোমনাথ রাহা এবং প্রদীপ কুমার সাহা।

গত ১লা মে ২০২৫ গোবরডাঙ্গা অন্নপূর্ণা প্যালেস এ সাড়ম্বরে পালিত হল গোবরডাঙ্গা নাবিক নাট্যমের ৪৯ তম প্রতিষ্ঠা দিবস। উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার বিশিষ্ট সংস্কৃতিপ্রেমী মানুষজন।

তাছাড়াও উপস্থিত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের সংস্কৃতিক সংগঠন খড়দা থিয়েটার জোন, বাংলার সিঞ্চন, হাবড়া নাট্য মিলন গোষ্ঠী, বাগনা আলো নাট্য সংস্থা, শিল্পায়ন, চিত্তপট, চিরন্তন, রূপান্তর, নাট্যায়ন, রঙ্গভূমি,

কথাপ্রসঙ্গ, বিহঙ্গ, মৃদঙ্গম, পরম্পরা, নান্দনিক, পড়শী, মছলন্দপুর ইমন মাইম সেন্টার, স্বপ্নচর, নিত্যাল্পনা প্রমূখ সংস্কৃতিক সংগঠন এই দিনটি রাঙিয়ে তুলেছিল বিভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে।

নাচ, গান, আবৃত্তি, গল্প, মূকাভিনয়, নাট্যাংশ এছাড়াও ছিল বিভিন্ন প্রান্ত থেকে মানুষের শুভেচ্ছা বার্তা। অলিভিয়া পালের সংগীত দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান,

তারপর দলের প্রতিষ্ঠাতা সোমনাথ রাহা এবং প্রদীপ কুমার সাহা কেক কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় । গোবরডাঙ্গা নাবিক নাট্যমের কুশীলবেরা সংগীত পরিবেশন করেন।

ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রায় আড়াইশো দর্শক উপস্থিত ছিলেন এই উৎসবে। উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরপ্রধান মাননীয় সুভাষ দত্ত মহাশয় তাছাড়া বিভিন্ন সংবাদিক, সমাজসেবকের উপস্থিতি এই অনুষ্ঠানটিকে আরো সমৃদ্ধ করে।

সব মিলিয়ে নাবিকের এই অনুষ্ঠানটি একটি উৎসব আকারে অনুষ্ঠিত হয়। নাবিকের কুশীলবদের অক্লান্ত পরিশ্রমে এবং আন্তরিকতায় তাদের এই জন্মদিনের অনুষ্ঠান স্বার্থক রূপ পায়।









