অনুষ্ঠিত হল অখিল ভারতীয় শৈক্ষিক মহাসংঘের (ABRSM) উত্তর ২৪ পরগনা (বারাসাত )এর জেলা সম্মেলন

নীরেশ ভৌমিক : অনুষ্ঠিত হল অখিল ভারতীয় শৈক্ষিক মহাসংঘের (ABRSM)উত্তর ২৪ পরগনা (বারাসাত ) জেলা সম্মেলন চাঁদপাড়া, ঢাকুরিয়া পল্লী বান্ধবে।

গত ১লা মে ২০২৫, বৃহস্পতিবার চাঁদপাড়াস্থিত ঢাকুরিয়া পল্লীবান্ধবে অনুষ্ঠিত হলো পৃথিবী তথা ভারতবর্ষের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন অখিল ভারতীয় শৈক্ষিক মহাসঙ্গের (ABRSM), উত্তর চব্বিশ পরগনা বারাসাত ) জেলা সম্মেলন। উপস্থিত ছিলেন সংগঠনের এই অংশের কম বেশি ১০০ জন সদস্য,সদস্যা।

সকাল দশটায় সরস্বতী বন্দনা, ভারত মাতা ও সরস্বতী দেবীর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলন এবং মৌলবাদী কট্টর পন্থী জঙ্গিদের দ্বারা নিহত নিরীহ ২৬ জন ভারতীয় নাগরিকদের নির্মম হত্যার প্রেক্ষিতে নিহত ব্যক্তিবর্গের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

সারাদিনব্যাপী এই অনুষ্ঠানে সাংগঠনিক নানা রকম বিষয় আলোচনা হয় এবং শিক্ষা উন্নয়নের স্বার্থে সদস্য সদস্যাদের মধ্যে গঠনমূলক আলোচনা এবং শিক্ষা অনুসারী বিভিন্ন কার্যক্রম আগামী দিনগুলিতে কিভাবে এই সংগঠন পরিচালনা করবে সেই ব্যাপারে আনুপূর্বিক সার্বিক আলোচনা হয়।

রাষ্ট্র হীতে, শিক্ষা হীতে শিক্ষক এবং শিক্ষক হীতে সমাজ, সংগঠনের এই আপ্তবাক্যকে সামনে রেখে আগামীতে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা ও সারাদিনের কার্যক্রম চলে।

বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন আলোক চট্টোপাধ্যায়, হরিসাধন কোনার, জগদানন্দ নস্কর, বরুন ঘোষ নারায়ন দত্ত, শান্তনু সাহা, পবিত্র দেবনাথ, লোকনাথ ঘোষ প্রমুখ রাষ্ট্রবাদী সংগঠন প্রসারক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সেই সঙ্গে শিক্ষক তথা সাংবাদিক নীরেশ ভৌমিক মহাশয় উপস্থিত থেকে কর্মসূচিকে গৌরবান্বিত করেন। সমগ্র অনুষ্ঠানের পৌরহিত করেন সংগঠন জেলা সভাপতি শ্যামল কুমার বালা মহাশয়।









