বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে কবি প্রণাম গাইঘাটায়

নীরেশ ভৌমিক : ২৪ পরগনার গাইঘাটার গাজনায় অবস্থিত স্বেচ্ছাসেবী সংস্থা কিশলয় তরুণতীর্থ শ্রদ্ধার্ঘ নিবেদন ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন হয়।

৯ মে ২০২৫ সকাল দশটা থেকে গাজনা কিশলয় একাডেমী প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পরিবেশিত রবীন্দ্র নৃত্য, সংগীত, আবৃত্তি ও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ইংরেজি নাটক(Rats in the Train) এই অনুষ্ঠানকে জমজমাট করে তোলে।

সকলকে স্বাগত জানিয়ে ও এই দিনটির তাৎপর্য এবং রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন শিক্ষক কিশোর কুমার বেপারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের ভাইসারে ম্যারাম ও রেবিক্স।

এছাড়াও ছিলেন ড্রিঙ্ক-ওয়েল সংস্থার অনিল সাউ ও সৌগত শীল। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন তরুণতীর্থের রাজ্য সম্পাদক ভাস্কর বসু, কিশলয় তরুণতীর্থের সহ-সম্পাদক তাপস রায় ও কোষাধ্যক্ষ সুজিত দে।









