কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে রক্তদান উৎসব হলো গাইঘাটা ব্লকে

নীরেশ ভৌমিক : গ্রীস্মের দিনের রক্তের সংকট ঘোচাতে এক স্বেচ্ছার রক্তদান শিবিরের আয়োজন করে গাইঘাটা ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি কর্তৃপক্ষ। গত ৮ মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মজয়ন্তীর প্রাক্কালে আয়োজিত রক্তদান শিবিরের সূচনায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি, ব্লকের বিডিও নীলাদ্রি সরকার, জেলা পরিষদ সদস্যা শিপ্রা বিশ্বাস, ছিলেন সমিতির শিক্ষা ও ক্রীড়া বিভাগের কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ প্রমুখ।

উপস্থিত সকলের কবিগুরুর প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বিশ্বকবির স্মরণে আয়োজিত শিবিরে কলকাতার ভরুকা রিসার্চ সেন্টারের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীগণ মোট ৪১ জন স্বেচ্ছা রক্তদাতার রক্ত সংগ্রহ করেন। উল্লেখযোগ্য রক্তদাতাদের মধ্যে ছিলেন স্বয়ং বিডিও নীলাদ্রি বাবু। ব্লকের নবাগত অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর বসু সহ বেশ কয়েকজন মহিলা কর্মীও স্বেচ্ছায় রক্ত দান করেন।

বিডিও শ্রী সরকার জানান, ব্লকে গত ডিসেম্বরে একবার রক্তদান শিবির করা হয়েছিল। বর্তমানের এই প্রচন্ড দাবদাহের সময়ে রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংকগুলোতে রক্তের সংকট চলছে। সেই সংকট কিছুটা দূর করতে ব্লক কর্মীদের এই ক্ষুদ্র প্রয়াস।

অন্যতম সংগঠক অনুপ বিশ্বাস, জ্যোতির্ময় সরকার প্রমূখ ব্লক কর্মীদের আন্তরিক উদ্যোগে এদিনের আয়োজিত রক্তদান শিবির সার্থকতা লাভ করে। এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন গাইঘাটার বিডিও তথা ব্লক প্রশাসনের এই মহতী ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।









