আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবরবিনোদনসর্ম্বধনাসাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁদপাড়া ঢাকুরিয়া তরুন দলের বার্ষিক উৎসবে নানা অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : গত ১০-১২ মে ক্লাব সংলগ্ন ময়দানে মহাসমারোহে অনুষ্ঠিত হল চাঁদপাড়ার ঢাকুরিয়া তরুণ দল ক্লাব আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিগত বছরের মত এবারও স্বেচ্ছা রক্তদান শিবিরের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী আয়োজিত উৎসবের সূচনা হয়।

৬১ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এই বিশিষ্টজনদের মধ্যে ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি ও চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত উপ-প্রধান বৈশাখী বর বিশ্বাস প্রমূখ।

বিশিষ্টজনেরা তাঁদের বক্তব্যে গ্রীষ্মের দিনে রক্তের সংকট কাটাতে তরুণ দলের সদস্যগণের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। তিনদিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানে এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংকন সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতায় অংশ নেয়।

উৎসবে উল্লেখযোগ্য অনুষ্ঠান গুলির মধ্যে ছিল চাঁদপাড়া বাণী বিদ্যাবিথী স্কুলের প্রাথমিক বিভাগের কচি-কাঁচা পড়ুয়া’গণ অভিনেত নাটক ‘ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ’।

চাঁদপাড়া সানাপাড়ার সমাজসেবি সংস্থা সিএসিটি পরিবেশিত সংগীত ও নৃত্যের অনুষ্ঠান ‘বারো মাসে তেরো পার্বণ’ ও চাঁদপাড়ার কলরব সাংস্কৃতিক সংস্থার বাস্তব ভিত্তিক নাটক ‘পটল কুমার’ সমবেত দর্শক ও শ্রোতৃ মন্ডলীর প্রশংসা লাভ করে।

দ্বিতীয় দিন শুরুতে হালিশহর ইউনিটি মালঞ্চ পরিবেশিত মঞ্চ সফল নাটক ‘হজম শক্তি’ এবং ভারত সরকারের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র প্রেরিত পুরুলিয়ার ছৌ-শিল্পীদের ‘মহিষাসুর মর্দিনী’ পালা এবং ছৌ-নৃত্যের অনুষ্ঠান সমবেত দর্শক মন্ডলীকে মুগ্ধ করে।

শেষ দিনে ভারত সরকারের সংগীত নাটক বিভাগ প্রেরিত চন্দননগরের অঙ্গন ব্রতচারী সংস্থার শিল্পীদের ব্রতচারী ও রায় বেশে নৃত্যের অনুষ্ঠান প্রশংসার দাবি রাখে।

এছাড়াও ছিল বাউল সংগীতের অনুষ্ঠান। সবশেষে বিচিত্রা অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত বিশিষ্ট নৃত্যশিল্পীদের দর্শনীয় নৃত্যের অনুষ্ঠান এবং মনোজ্ঞ সংগীতানুষ্ঠান এবারের উৎসবকে আকর্ষণীয় করে তোলে।

শেষ দিনে পুরস্কার বিতরণ শেষে ক্লাবের প্রতিষ্ঠা লগ্নের সদস্য বর্ষিয়ান অ্যাডভোকেট সুকমলেন্দু সাহা, প্রাক্তন সম্পাদক সিতেশ চন্দ্র ভৌমিক ও ব্রজগোপাল মজুমদারকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

সবকিছু মিলিয়ে তরুণ দলের ৫৩ তম বর্ষের বার্ষিক সাংস্কৃতিক উৎসব এলাকায় বেশ সাড়া ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *