অনুষ্ঠিত হল বারাসাত ইচ্ছেপূরণ সংস্থার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : বারাসাত ইচ্ছেপূরণ সংস্থার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ১২ই মে ২০২৫ ইং বারাসাত সুভাষ ইনস্টিটিউট হলে। সন্ধ্যাকালীন এই অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।

এই অনুষ্ঠানে এলাকার বহু প্রধান শিক্ষক শিক্ষিকা, সহ শিক্ষক-শিক্ষিকা , অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা ও সরকারি আধিকারিক গণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কর্ণধার ডক্টর অনুপম দে জানান প্রত্যেক বছর আমরা এই সময় এই দিনে অনুষ্ঠানটি করে থাকি।

অনুষ্ঠানে প্রায় ১৭০ জন দর্শক উপস্থিত ছিলেন। সংস্কার কর্ণধার প্রণব ভৌমিক জানান প্রত্যেক দর্শকদের জন্য টিফিন ও চা এর ব্যবস্থা থাকে।

অনুষ্ঠানের সংগীত শিল্পী শিক্ষক শ্রী সুব্রত দাস, শিক্ষক শ্রী সুজয় দে বিশ্বাস শিক্ষক, ও দেবস্মিতা দত্তের গান সকলের প্রশংসা আদায় করে।

প্রধান শিক্ষিকা মঞ্জুষা ভৌমিকের সঙ্গে প্রধান শিক্ষক ডক্টর অনুপম দের তবলায় সঙ্গত অনুষ্ঠানের বিশেষ মাত্র এনে দেয়।









