বনগাঁ সাংগঠনিক জেলার জেলা সভাপতি পুনরায় মনোনীত হওয়ার জন্য বিশ্বজিৎ দাসকে শুভেচ্ছা জানালো বনগাঁ সাংগঠনিক জেলার পার্শ্ব শিক্ষক সংগঠন

নীরেশ ভৌমিক : বনগাঁ সাংগঠনিক জেলার পার্শ্ব শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বিশ্বজিৎ দাসকে পুনরায় জেলা সভাপতি মনোনীত হওয়ার জন্য শুভেচ্ছা জানালো। এ দিনের কর্মসূচিতে অংশ নেন সংগঠনের জেলা সভাপতি নাজিমুদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক শুভঙ্কর মন্ডল,

কোষাধ্যক্ষ সুকুমার দেবনাথ, বাগদা বিধান সভা সভাপতি শৈলেন সাঁতরা, রাজা রামমোহন সরদার, জ্যোতিষ বাবু সহ বহু পার্শ্ব শিক্ষকগণ। জেলা সভাপতি নাজিমুদ্দিন সাহেব বলেন, “আমরা বিশ্বজিৎ দাসকে পুনরায় জেলা সভাপতি হিসাবে মনোনীত হওয়ার জন্য শুভেচ্ছা জানালাম।

আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলাম, আছি ও থাকবো”। সংগঠনের সাধারণ সম্পাদক শুভঙ্কর বাবু বলেন,”বিশ্বজিৎ দাসের সঙ্গে আমরা বনগাঁ পৌর সভার পৌরপিতা গোপাল শেঠকেও শুভেচ্ছা জানালাম।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে লেখা একটি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির আবেদন পত্র তুলে দেয়া হয় গোপাল শেঠকে “। গোপাল বাবু জানান, পার্শ্ব শিক্ষক সমিতির দেয়া বেতন বৃদ্ধির আবেদন পত্রটি তিনি মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিবের নিকট পাঠাবেন।









