মূকাভিনয় কর্মশালা হল মছলন্দপুর ইমন মাইম সেন্টারের পরিচালনায়

নীরেশ ভৌমিক :- মছলন্দপুর ইমন মাইম সেন্টার-এর পরিচালনায় গত ৩ ও ৪ জুলাই হাবড়া গার্লস্ হাই স্কুলে হয়ে গেল একটি মূকাভিনয় কর্মশালা। একজন আদর্শ ব্যক্তিত্বসম্পন্ন মানুষ গড়ে ওঠার জন্য পুঁথিগত শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চার গুরুত্ব এবং তার মাধ্যমে আর্দশ চরিত্র গঠনের কাজে সচেষ্ট হয়েই বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজন করেছেন এমন একটি কর্মশালা।

কর্মশালার প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন মছলন্দপুর ইমন মাইম সেন্টার এর পরিচালক ধীরাজ হাওলাদার। বিশেষভাবে সঙ্গে ছিলেন জীবন অধিকারী ও সহযোগীতায় ছিলেন ইমনের বন্ধু অনুপ মল্লিক ও সুজিত বণিক। ৬টি বিদ্যালয়ের মোট ৫০জন ছাত্রী অংশগ্রহণ করে এই কর্মশালায়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবড়া পৌরসভার পৌরপ্রধান নারায়ন চন্দ্র সাহা, উপর পৌরপ্রধন সীতাংশু দাস ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর দীপক দে। সমগ্র আয়োজন ও ইমন মাইম সেন্টার এর সঙ্গে সর্বাঙ্গীন সহযোগিতার মাধ্যমে কর্মশালাটি সার্থক ও সাফল্যমন্ডিত করে তুলেছেন হাবড়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতী রত্না সুর বিশ্বাস ও সভাপতি দেবদাস চ্যাটার্জী সহ সকল শিক্ষিকারা।

৪জুলাই কর্মশালা শেষে জানানো হয় বিদ্যালয়ের ২০জন ছাত্রী নিয়মিত কর্মশালার মাধ্যমে বিদ্যালয়ের ৭৫বছর পূর্তি অনুষ্ঠানে আগামী ৪জানুয়ারী ২০২৬ ধীরাজবাবুর পরিচালনায় একটি মূকাভিনয় প্রযোজনা মঞ্চস্থ করবে। বিদ্যালয়ের তরফ থেকে প্রতিমাসে একটি মূকাভিনয়-এর ক্লাস চালু করার কথাও ঘোষণা করা হয়, যাতে অন্যান্য বিদ্যালয়ের ছাত্রীরাও অংশগ্রহণ করতে পারবে।









