চাঁদপাড়া কলরব এর নাট্য কর্মশালা

নীরেশ ভৌমিক : চাঁদপাড়ার অন্যতম সাংস্কৃতিক সংস্থা কলরব ৪ দিন ব্যাপী নাটকের এক কর্মশালার আয়োজন করে। গত ৬ জুলাই মধ্যাহ্নে চাঁদপাড়ার হৃষিকেশ কুন্ডু নাট্যগৃহে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন সংস্থার সভাপতি সুব্রত রায়।

সংস্থার অন্যতম সদস্য ও সঙ্গীত শিল্পী তপন ভট্টাচার্য ও শান্তনু চ্যাটার্জীর কন্ঠে কবিগুরুর ‘আগুনের এই পরশমণি ছোঁয়াও প্রাণে’ সংগীতের মধ্য দিয়ে আয়োজিত কর্মশালা সূচনা হয়।

এদিন প্রশিক্ষক হিসেবে ছিলেন চাঁদপাড়া অ্যাক্টোর কর্ণধার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুভাষ চক্রবর্তী। এদিন বিভিন্ন বয়সের ২৫ জন (ছেলে-মেয়ে) প্রশিক্ষনার্থী কর্মশালায় প্রশিক্ষণ গ্রহণ করেন।

কলরব এর সম্পাদক বিশিষ্ট নাট্য পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোবিন্দ কুন্ডু জানান, চলতি মাসের ৪ টে রবিবার নাটকের কর্মশালায় নাট্যচর্চা চলবে। পরবর্তী দিনগুলোতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমীর সদস্য ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আশিস চট্টোপাধ্যায়,

প্রখ্যাত মূকাভিনেতা জগদীশ ঘরামী ও বিশিষ্ট শিক্ষক ও নাট্যাভিনেতা দিলীপ ভট্টাচার্য। এদিনের কর্মশালায় অংশগ্রহণকারী নাট্য প্রেমী প্রশিক্ষনার্থী’গণের মধ্যে কর্মশালা’কে ঘিরে বেশ উৎসাহ ও আগ্রহ পরিলক্ষিত হয়।









