আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

District newsউৎসবখেলাজেলার খবরপ্রতিভার সন্ধানে

গাইঘাটা থানা আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামনগর অঞ্চল

নীরেশ ভৌমিক : বাঙালীর প্রিয় খেলা ফুটবল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সেই ফুটবল খেলার চর্চা ও প্রসারে উদ্যোগী গাইঘাটার পুলিশ প্রশাসন বিগত বছরের মতো এবারও এক আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।

গত ১২ জুলাই মধ্যাহ্নে চাঁদপাড়ার ঢাকুরিয়া হাই স্কুল মাঠে শ্বেত কপোত উড়িয়ে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বনগাঁ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজ। ছিলেন এসডিপিও অর্ক পাঁজা।

গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার ও পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচী কর্তৃক ফুটবলে কিক অফের মধ্য দিয়ে টুর্নামেন্টের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস, শিপ্রা বিশ্বাস,

পঞ্চায়েত সমিতির শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ, চাঁদপাড়ার প্রধান দীপক দাস, উপ-প্রধান বৈশাখী বর সহ বিভিন্ন অঞ্চলের প্রধান ও উপ-প্রধান’গণ।আয়োজিত নক আউট টুর্নামেন্টে গাইঘাটা ব্লকের ১৩ টি অঞ্চলের সেরা ফুটবলারদের নিয়ে গঠিত ১৩টি টিম অংশগ্রহণ করে।

দ্বিতীয় দিন অপরাহ্ণে টুর্নামেন্টে চূড়ান্ত পর্বের খেলায় ডুমা ও রামনগর অঞ্চল টিমের তীব্র প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়। নির্দিষ্ট সময়ে খেলা গোল শূন্য থাকে। অবশেষে টাইব্রেকে খেলার নিষ্পত্তি হয়। জয়ী হয় রামনগর অঞ্চল। ভালো খেলেও সেরার শিরোপা লাভে ব্যর্থ হয় ডুমা অঞ্চল টিম।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের অধিনায়ক এর হাতে সুদৃশ্য ও সুবিশাল ট্রফি ও নগদ ১০ হাজার ও ৭ হাজার টাকা তুলে দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এসডিপিও অর্ক পাঁজা, ওসি রাখহরি ঘোষ ও গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি প্রমূখ।

এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী শ্যামল বিশ্বাস, নরোত্তম বিশ্বাস ও সুভাষ রায়। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় রামনগর টিমের অপু সাঁতরা, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় রামনগরের নন্দ মন্ডল ও সেরা গোলরক্ষক ডুমা অঞ্চল টিমের গোবিন্দকে বিশেষ পুরস্কারের সম্মানিত করা হয়।

এদিনের নিম্নচাপের অঝোর ধারাকে উপেক্ষা করে বহু ফুটবল প্রেমী দর্শক ফুটবল ফাইনাল বেশ উপভোগ করেন। গাইঘাটা থানা কর্তৃপক্ষের এই মহতী উদ্যোগকে ক্রীড়া প্রেমী মানুষজন সাধুবাদ জানান।

ওসি শ্রী ঘোষ জানান, আগামী সপ্তাহে বনগাঁ স্টেডিয়ামে পরবর্তী মহকুমা পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *