আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানজেলার খবরপ্রতিভার সন্ধানেসর্ম্বধনাসাহিত্য ও সংস্কৃতি।

গোবরডাঙ্গার গবেষণা পরিষদে প্রয়াত শিক্ষিকা রেখা দাঁ’র স্বরণসভা ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : গত ৫ জুলাই বিশিষ্ট শিক্ষিকা ও গোবরডাঙ্গা গবেষণা পরিষৎ এর অন্যতম কর্ণধার প্রয়াতা রেখা দাঁ’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করে গবেষণা পরিষৎ কর্তৃপক্ষ।

এদিন অপরাহ্নে পরিষৎ এর রাখালদাস বন্দ্যোপাধ্যায় কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌরহিত্য করেন বর্ষীয়ান শিক্ষক পবিত্র মুখোপাধ্যায়, সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপিকা মৌসুমী ভট্টাচার্য, বিশিষ্ট চিকিৎসক ডাঃ এন সি কর, সমাজকর্মী সুকুমার মিত্র, কালিপদ সরকার, অরূপ সেন, ছিলেন প্রয়াতা শিক্ষিকা রেখা দাঁ’র পুত্রবধূ শিক্ষিকা জয়িতা দাঁ প্রমূখ।

বিশিষ্ট সঙ্গীত শিল্পী বাণী সেন মজুমদারের গাওয়া সংগীতের মধ্য দিয়ে আয়োজিত স্মরণসভার সূচনা হয়। স্বাগত ভাষণে গবেষণা পরিষৎ এর প্রাণপুরুষ দীপক কুমার দাঁ সমবেত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আয়োজিত স্মরণ সভায় সহধর্মিনী রেখা দাঁ প্রণীত গ্রন্থ দুটি প্রকাশের বিষয়টি তুলে ধরে মনোজ্ঞ ভাষণ দান করেন।

প্রয়াত শিক্ষিকা রেখা দেবীর জীবন ও কর্মের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন একমাত্র কন্যা বিশিষ্ট চিকিৎসক ডাঃ সায়ন্তনী দে, মাকে স্মরণ করে রবীন্দ্র কবিতা পাঠ করে শোনান পুত্র ডাঃ অভিষেক দাঁ, রেখা দাঁ রচিত জীবজগতের বৈচিত্র্য ও পরিবেশ এবং আজকের নারী সমাজ গ্রন্থ দুখানির আনুষ্ঠানিক প্রকাশ করেন অধ্যাপিকা মৌসুমী ভট্টাচার্য।

পুস্তক দু’খানি তুলে দেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক বাসুদেব মুখোপাধ্যায় ও শুভ্রা বৈদ্য। প্রয়াতা শিক্ষিকা রেখা দেবীর স্মৃতিতে তার স্কুলের ৫ জন দুস্থ ছাত্রীর হাতে কলম ও স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। অধ্যাপিকা মৌসুমী দেবী প্রণীত ‘সাফল্যের শিখরে মেয়েরা’ গ্রন্থের আলোকচিত্র প্রদর্শিত হয়।

বিভিন্ন দিকে সেরা মহিলাদের জীবনের উপর প্রদর্শিত আলোক চিত্রটি সমবেত সকলের উচ্ছ্বসিত প্রশংসা লাভ করে। প্রয়াত রেখা দাঁ’কে স্মরণ করে বক্তব্য রাখেন বর্ষিয়ান শিক্ষক কালিপদ সরকার, স্বপন বালা, সুকুমার মিত্র, ধীরাজ রায়, সৌমেন বিশ্বাস প্রমূখ।

সংগীত পরিবেশন করেন রেখা দেবীর অভিন্ন হৃদয় বন্ধু কল্পনা ঘোষ দস্তিদার, দিপালী বিশ্বাস, শিক্ষিকা কল্পনা পাল ও সায়ন্তনী দাঁ প্রমূখ। কথায়-কবিতায় ও সংগীতে এদিনের রেখা দাঁ’র স্মৃতিচারণ সভা বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *