ঢাকুরিয়ায় অভিষেক বানী নিকেতনের বার্ষিক উৎসবে নানা অনুষ্ঠান পড়ুয়াদের

নীরেশ ভৌমিক : শিক্ষালয়ের সহ-সভাপতি গৌর কৃষ্ণ মল্লিক কর্তৃক মঙ্গলদীপ প্রোজ্জ্বলনের মধ্য দিয়ে গত ১১ জুলাই অপরাহ্নে মহাসমারোহে শুরু হয় চাঁদপাড়ার ঢাকুরিয়া উদয়ন পল্লীর অভিষেক বাণী নিকেতন শিক্ষা প্রতিষ্ঠানের ৩১ তম বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

উদ্বোধনে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল চন্দ্র সাহা, সহঃ শিক্ষক অশোক দাস, শ্যামল বিশ্বাস, সুবোধ কয়াল ও শিক্ষিকা পম্পা বিশ্বাস প্রমূখ। প্রতিষ্ঠানের প্রাণপুরুষ বিশিষ্ট শিক্ষাব্রতী সুধীর গায়েন সকলকে স্বাগত জানান।

শিক্ষিকাগণ সকল বিশিষ্টজনদের ব্যাচ ও পুষ্পস্তবকে বরণ করে নেন। বিশিষ্ট ব্যক্তিগণ তাঁদের বক্তব্যে লেখাপড়ার সাথে সাথে ছাত্র-ছাত্রীদের খেলাধূলো শরীরচর্চা এবং সেই সঙ্গে সুস্থ-সংস্কৃতির চর্চার গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যক্ত করেন। সঙ্গীত পরিবেশন করেন শিক্ষক অশোক দাস।

বিদ্যালয়ের শৈলেন্দ্র সারথি সদনের বিজয় শৈলেন্দ্র মঞ্চে উপস্থিত শিক্ষানুরাগী বিশিষ্টজনদের হাত দিয়ে বিভিন্ন শ্রেণীতে স্থানাধিকারী প্রথম তিনজন পড়ুয়ার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সুসজ্জিত আলোকজ্জ্বল মঞ্চে শিক্ষার্থীরা সংগীত, নৃত্য, আবৃত্তি ইত্যাদি পরিবেশন করে।

তৃতীয় শ্রেণীর ছাত্র সুপ্রতিম মন্ডলের কন্ঠে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। জয়িতা বিশ্বাস, বর্ণিত দাস এবং অঙ্কিতা ও আরুষি মজুমদারের নৃত্য। কচি-কাঁচাদের একক ও সমবেত আবৃত্তির অনুষ্ঠান উপস্থিত সকলের প্রশংসা লাভ করে।

শিক্ষিকা কমলা বৈরাগীর কন্ঠে কবিগুরুর ‘কৃপণ’ কবিতা ও অপর্ণা দাসের কন্ঠে কবিতা ‘তুমিও বলবে’ সকলকে মুগ্ধ করে। এছাড়া শিক্ষিকা আমেলা গায়েন এর গাওয়া গান এবং পড়ুয়াদের সমবেত কন্ঠের আবৃত্তি কবি প্রেমেন্দ্র মিত্রের ‘বই-টই’ ছাড়াও শিক্ষিকা প্রতিমা দাসের পরিচালনায় পড়ুয়াদের সমবেত কণ্ঠে আবৃত্তি কোলাজ বিশ্বকবির ‘সহজপাঠ’ উপস্থিত সকলের প্রশংসা লাভ করে।

বর্নিতা ও নিবেদিতার কালী নৃত্য বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। পড়ুয়াদের সমবেত নৃত্য এবং সবশেষে শিক্ষার্থীগণ পরিবেশিত রবি ঠাকুরের কাহিনী অবলম্বনে নৃত্যনাট্য ‘শাপমোচন’ উপস্থিত দর্শক ও শ্রোতৃ মন্ডলীর উচ্ছসিত প্রশংসা লাভ করে। বিদ্যালয়ের শিক্ষক সাধন ঘোষ ও শিক্ষিকা প্রতিমা দাসের সুচারু পরিচালনায় এদিনের সমগ্র অনুষ্ঠান সার্থক হয়ে ওঠে।








